স্বাগতিক রাশিয়ার শ্রেষ্ঠত্বের মধ্যে দিয়ে কাল মস্কোয় শেষ হল বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। ৭ স্বর্ণ, ৪ রৌপ্য এবং ৬টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় শীর্ষে থেকেছে রাশিয়া। ৬ স্বর্ণ, ১৩ রৌপ্য এবং ৬টি ব্রোঞ্জসহ সর্বাধিক ২৫টি পদক জিতে যুক্তরাষ্ট্র রানার্সআপ হয়েছে। সমানসংখ্যক স্বর্ণ, ২ রৌপ্য এবং ১টি ব্রোঞ্জ নিয়ে তৃতীয় হয়েছে জ্যামাইকা।
রোববার শেষ দিন শেষ দুটি ইভেন্টেই স্বর্ণপদক জেতে জ্যামাইকা। পুরুষ ও মহিলাদের ৪০০ মিটার রিলের স্বর্ণপদক জেতে জ্যামাইকা। উসাইন বোল্ট রিলের স্বর্ণপদক জিতে বিশ্ব অ্যাথলেটিক্সে তার তৃতীয় স্বর্ণপদক জিতেছেন। বসে পড়েছেন দুই কিংবদন্তি কার্ল লুইস ও মাইকেল জনসনের সঙ্গে। তিনজনই বিশ্ব অ্যাথলেটিক্সে সর্বাধিক ৮টি স্বর্ণ জিতেছেন। পাশাপাশি ২০০৮ ও ২০১২ অলিম্পিকের পর ২০১৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপেও ১০০, ২০০ ও ৪০০ মিটার রিলেতে স্বর্ণপদক জিতে রেকর্ডের চূড়ায় বসে গেলেন জ্যামাইকান মেগাস্টার বোল্ট।
মেয়েদের ৪০০ মিটার রিলেতে জ্যামাইকাকে স্বর্ণ এনে দেন শেলি-অ্যান ফ্রেজার। বোল্টের মতো তিনিও মস্কোতে একই ইভেন্টে ৩টি স্বর্ণ জিতেছেন।
- পদক তালিকায় শীর্ষ পাঁচ
- দেশ স্বর্ণ রৌপ্য ব্রোঞ্জ
- রাশিয়া ৭ ৪ ৬
- যুক্তরাষ্ট্র ৬ ১৩ ৬
- জ্যামাইকা ৬ ২ ১
- কেনিয়া ৫ ৪ ৩
- জার্মানি ৪ ২ ১
Discussion about this post