জাতীয় দলের হয়ে সময়টা ভাল যাচ্ছে না তার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে চার ম্যাচে ১৪.৭৫ গড়ে রান করেন মাত্র ৫৯ রান। সেই ব্যর্থতা সামলে উঠতে তাই একটু বেশিই মনোযোগী হয়ে উঠেছেন সাব্বির রহমান রুম্মন। আগষ্টে অস্ট্রেলিয়া সিরিজেই নিজেকে নতুন করে চেনাতে প্রস্তুত হচ্ছেন এই হার্ডহিটার ব্যাটসম্যান।
অজিদের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশের। সেখানে মাঠে নামতে যারপরনাই উৎসুক হয়ে আছেন সাব্বির। বৃহস্পতিবার মিরপুরের হোম অব ক্রিকেটে সংবাদ সম্মেলনে বলেন, ‘টেস্ট ম্যাচ বলে নয়। আমি আসলে খুব মরিয়া একটা ম্যাচ খেলার জন্য। কারণ শেষ তিন-চার ম্যাচ ভাল খেলতে পারিনি আমি। ওই স্মৃতি আমাকে ভেতরে খোঁচা দেয়। সামনে টেস্ট, ওয়ানডে ও টি টুয়েন্টি, যে সিরিজই হোক না কেন, সেখানে ভাল খেলে ওই স্মৃতি ভুলতে চাই আমি।’
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দলে ছিলেন সাব্বির। শততম টেস্টে জিতেছিল বাংলাদেশ। যেখানে তিনি দুই ইনিংসে করেছিলেন ৪২ ও ৪১ রান।
ওয়ানডেতে সাব্বির এখন ব্যাট করেন তিনে। কিন্তু সেখানে নেই বড় কোনো ইনিংস। ১৫ ওয়ানডেতে তিন নম্বরে নেমে ফিফটি মাত্র তিনটি, সর্বোচ্চ ইনিংস ৬৫ রানের। গত কিছুদিনে কথা উঠেছে সাব্বিরের তিনে নামা নিয়ে। তিনি অবশ্য এসব নিয়ে মাথা ঘামাচ্ছেন না। শুধু মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চান। তাহলে নাকি ব্যাটেও মিলবে রান। সাব্বির বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিন-চারটা ম্যাচ আমি ঠিকমত খেলতে পারিনি। তার আগে আমার মনে হয় ভাল খেলেছি। তিন-চারটা ম্যাচ দিয়ে একজনকে যাচাই করা যায় না। আমি চেষ্টা করছি কিভাবে এখান থেকে বের হয়ে আসা যায়। কিভাবে ভুল শুধরে উঠা যায়। ক্রিকেটে চাপ এমন একটা ব্যাপার, এটা নিলেই আসতে থাকবে। কে কী বলল গুরুত্বপূর্ণ না। কোচ বা দল আমাকে যেভাবে খেলতে বলবে, আমি সেভাবেই খেলব। খেলার ধরন বদলাবো না। এখানেই সফল হয়েছি আগে। তিন-চার ম্যাচের ব্যর্থতায় কেন বদলাব? আমি এভাবেই খেলব।’
ব্যাটিং পজিশন নিয়েও সাব্বিরের কোনো ব্যাক্তিগত পছন্দ নেই। দল যেখানে খেলাবে সেখানেই রাজী তিনি।
Discussion about this post