ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ক্রিকেটকে বিদায় বলেন নি তিনি। তবে এখন জনসেবাতেই বেশি সময় কাটে তার। কারণ তিনি যে নড়াইল-২ আসনের সংসদ সদস্য। কিন্তু হঠাৎ করেই করোনাভাইরাস পজেটিভ হয়ে গৃহবন্ধী হয়ে যান মাশরাফি বিন মর্তুজা। কিছুদিন আগেই নেগেটিভ হয়েছেন তিনি। এরপরই ছুটে গেছেন নিজ শহর নড়াইলে।
শনিবার, ১ আগষ্ট ঈদের দিনে নিজ এলাকাতেই আছেন মাশরাফি। ঈদুল আজহার নামাজ আদায় করেছেন কাছের বন্ধু আর পরিবারের মানুষদের নিয়ে। স্বাস্থ্যবিধি মেনে মুখে মাস্ক পড়েই সময় কাটছে মাশরাফির।
সকাল সাড়ে ৭টায় নড়াইল সদর উপজেলা মসজিদে ঈদের নামাজ আদায় করেন সাবেক ওয়ানডে ক্যাপ্টেন। নামাজ শেষে এলাকার এমপি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন। পাশাপাশি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সবাইকে সচেতন থাকারও অনুরোধ জানান ম্যাশ।
এর আগে গত ২০ জুন করোনায় আক্রান্ত হয়েছিলেন মাশরাফি। দুইবার টেস্টে ফল পজিটিভ এলেও ২৫ দিন পর তৃতীয় পরীক্ষায় ‘নেগেটিভ’ হন তিনি। ১৪ জুলাই সুখবর পান। করোনায় আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রী সুমনা হক সুমী ছাড়াও ছোট ভাই মোরসালিন মর্তুজা।
তবে ঈদ উৎসব স্বাস্থ্যবিধি মেনেই পালন করছে মাশরাফির পরিবার।
Discussion about this post