বীরেন্দ্র শেবাগের পর তিনি দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার যে অসাধারণ এক কীর্তি গড়লেন। যেখানে শুধু কিংবদন্তিরাই উঠতে পেরেছেন। টেস্ট ক্রিকেটে ভারতের ৮৪ বছরের ইতিহাসে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সোমবার ট্রিপল সেঞ্চুরি পেলেন
করুণ নায়ার। বয়স মাত্র ২৫, ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই তিনশ ছাড়ানো ইনিংস। ইংল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে দিনটাই যেন ছিল তার।
টেস্ট ইতিহাসে এত কম ইনিংস খেলে ট্রিপল সেঞ্চুরি করার কীর্তি নেই আর কারও। নবম ইনিংসে গিয়ে ত্রি-শতকের দেখা পেয় রেকর্ড গড়েন লেন হাটন। ১৯৩৮ অ্যাশেজে ওভালে ৩৬৪ রান করেন তিনি।
সেই ক্রিকেটারটি ৬ মাস আগেই মারা যাচ্ছিলেন! এমন বিস্ময়কর খবর জানিয়েছে কলকাতার একটি পত্রিকা। এখানে তারই কিছুটা অংশ তুলে ধরা হল।
ভাগ্য সঙ্গ না দিলে বহুদিন আগেই পৃথিবীর মায়া ত্যাগ করতে হত তাঁকে। আর সেদিন যদি করুণ তারাদের দেশে চলে যেতেন তাহলে চেন্নাইয়ে আজ দেখা যেত না অসাধারণ এক ইনিংস। অসামান্য এক প্রতিভাকে হারাত ক্রিকেট দুনিয়া। করুণের তিনশোর পরে প্রকাশিত হয়েছে এই খবর।
চলতি বছরের জুলাই মাসে ভয়ঙ্কর এক বিপর্যয়ের সম্মুখীন হয়েছিলেন করুণ। কেরলের পম্পা নদীতে ডুবে গিয়েছিলেন তিনি। একটি ছোট্ট নৌকায় করুণ-সহ আরও ১০০ জন যাত্রী ছিলেন। সাঁতার জানতেন না এই তরণ ক্রিকেটার। আচমকা নৌকাটি ডুবে যায়। উদ্ধারকারী দল সময়মতো ঘটনাস্থলে চলে এসে পরিস্থিতি সামাল দেয়। করণকে উদ্ধারও করেন তাঁরা। সেই দিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা আজও ভোলেননি করুণ।
তাঁর স্মৃতিতে জীবন্ত সেই দিনের ভয়াল স্মৃতি। এদিন ত্রিশতরানের পর মৃত্যুর হাত থেকে বেঁচে ফেরার সেই কাহিনি দর্শকদের জানান তিনি। করুণের এই অভিজ্ঞতা জানার পরে চোখ কপালে উঠেছে সবার!’
Discussion about this post