প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হল। বাংলাদেশের মেয়েদের সামনে পাত্তাই পেল না নেপাল। এশিয়ান গেমস ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে বুধবার তাদের অনায়াসে ৮১ রানে হারালেন সালমা খাতুনরা। তাতেই বাংলাদেশ উঠে গেল সেমিফাইনালে।
আয়েশা রহমানের অপরাজিত হাফসেঞ্চুরি জয়ের পথটা প্রশ্বস্ত করে দেয়। এরপর পুরোটাই বোলারদের দাপট। তাতেই সহজতম এক জয়। এখন সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তাদের হারাতে পারলেই ফাইনালের টিকিট।
বুধবার ইনচনের ইয়েনহুই ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। এরপর তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তুলে ১০৭ রান। আয়েশার ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৫১ রান। ৬০ বলে এই রান করে অপরাজিত থাকেন তিনি। ১২ রান করেন শাহনাজ পারভীন। লতা মন্ডল ১১ রান।
জবাব দিতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে একেবারে অসহায় নেপালের মেয়েরা। ১৫.২ ওভারে ২৬ রান তুলেই। দলের কোন ব্যাটসওম্যানই কেউই দুই অঙ্কে যেতে পারেননি।
আর বাংলাদেশের পক্ষে আগুন ঝরানো বোলিং করে অধিনায়ক সালমা নেন ৩ উইকেট। দেন মাত্র ১ রানে। রুমানা আহমেদ ৪ রান দিয়ে নেন ৩ উইকেট। জাহানারা আলম ও ফাহিমা খাতুন নিয়েছেন দুটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ : ১০৭/৪, ২০ ওভার (আয়শা ৫১, শাহনাজ১২, লতা ১১; সারিতা মাগার ২/১৯)।
নেপাল: ২৬/১০, ১৫.২ ওভার (অতিরিক্ত ১০, নারে থাপা ৮; জাহানারা ২/১৩, সালমা ৩/১, রুমানা ৩/৪, ফাহিমা ২/২)।
ফল: বাংলাদেশ ৮১ রানে জয়ী
Discussion about this post