আফগানিস্তানের পর এবার নেপালকেও হারাল বাংলাদেশ। ৮ উইকেটের এই অনায়াস জয় দিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপের ‘সুপার টেন’-এ উঠা সময়ের ব্যাপার মাত্র। ২০ মার্চ হংকংয়ের সঙ্গে লড়বে বাংলাদেশ।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান মুশফিকুর রহীম। ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১২৬ রান করে তারা। অধিনায়ক পরেশ খড়কা করেন ৪১ রান। ৪০ রান আসে শরদ বিশ্বকরের ব্যাট থেকে। বাংলাদেশের আল আমিন নেন ১৭ রানে ২ উইকেট।
জবাব দিতে নেমে বাংলাদেশ ১৫.৩ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। ২২ বলে ৩০ রান করেন তামিম ইকবাল। এনামুল হকের ব্যাট থেকে আসে ৪২ রান। ১৮ বলে ৩৭ রান করেন সাকিব আল হাসান। সাব্বির আহমেদ করেন ২১।
উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানকে ৯ উইকেটে হারায় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর-
নেপাল: ২০ ওভারে ১২৬/৫ (খড়কা ৪১, শারদ ৪০; আল-আমিন ২/১৭, মাশরাফি ১/২৩, ফরহাদ ১/২৭)
বাংলাদেশ: ১৫.৩ ওভারে ১৩২/২ (তামিম ৩০, এনামুল ৪২, সাব্বির ২১*, সাকিব ৩১*; রেগমি ১/১৪)
ফল: বাংলাদেশ ৮ উইকেটে জয়ী
ম্যাচসেরা: আল আমিন
http://www.youtube.com/watch?v=PPV2VRiaqGk&feature=share
Discussion about this post