ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ইংল্যান্ড বিশ্বকাপে চির প্রতিদ্ধন্দী ভারতের কাছে হারের পর থেকেই চাপের মুখে ছিলেন তিনি। এরপর দেশে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেও হতাশ করেন তিনি। এ কারণেই নেতৃত্বটা হারাতেই হলো সরফরাজ আহমেদকে।
অস্ট্রেলিয়া সফরের আগে টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক থেকে সরফরাজকে সরিয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টেস্ট দলের নেতৃত্ব পেয়েছেন আজহার আলি। আর টি-টুয়েন্টি দলের অধিনায়ক বাবর আজম।
শুধু নেতৃত্ব নয়, ফর্মটাও ভাল ছিল না সরফরাজের। কিছুতেই ব্যাট হাতে ছন্দে ছিলেন না এই উইকেটকিপার ব্যাটসম্যান। তার বডি ল্যাঙ্গুয়েজ নিয়েও উঠেছিল প্রশ্ন। এ কারণেই দুই ফরম্যাটের দলেই জায়গা হারালেন তিনি। ৩২ বছর সরফরাজ দলে জায়গা ধরে রাখতে পারবেন কীনা সেটা নিয়েও প্রশ্ন থাকছে।
এ অবস্থায় ২০১৯-২০ মৌসুমের টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন আজহার। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় আগামী বছরের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক হবেন বাবর।
মিসবাহ-উল-হকের অবসরের পর অধিনায়ক হয়েছিলেন সরফরাজ। তার ক্যাপ্টেন্সিতে ১৩ টেস্টের আটটিতে হেরেছে পাকিস্তান। জিতেছে মাত্র চারটিতে। এরমধ্যে গত ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় সবশেষ টেস্ট সিরিজে খেলে পাকিস্তান। ৩ ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড হয় তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজেও হারে দল। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ৭ নম্বরে আছে পাকিস্তান।
পিসিবি ওয়ানডে অধিনায়কের নাম ঘোষণা করেনি। কারণ আগামী বছরের জুলাইয়ের আগে কোনো ওয়ানডে নেই দলটির। এদিকে ঠিক হয়নি সহ-অধিনায়কও।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামী ২৫ নভেম্বর ব্রিসবেন টেস্টে লড়বে পাকিস্তান। এ ম্যাচ দিয়েই আজহার আলির নেতৃত্বে দলটি শুরু করবে টেস্ট চ্যাম্পিয়নশিপের পথচলা। এরপর দুই দলের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৯ নভেম্বর অ্যাডিলেডে।
৩, ৫ ও ৮ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। যে সিরিজের মধ্যে দিয়ে এ ফরম্যাটে দেশটির অধিনায়ক হিসেবে পথচলা শুরু করবেন বাবর আজম।
নতুন দায়িত্ব পাওয়ায় আজহার ও বাবরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড চেয়ারম্যান এহসান মানি। বলেন,, ‘ আমি আজহার ও বাবরকে অভিনন্দন জানায় নতুন দায়িত্ব পাওয়ায়। তারা কিন্তু এ দায়িত্ব নিজের মেধা ও গুন দিয়েই অর্জন করে নিয়েছেন। আমি আশা করব তারা তাদের বুদ্ধি ও পারফরম্যান্সের মাধ্যমে দেশকে অনেক সাফল্য এনে দেবে।’
Discussion about this post