দুবাইয়ে পা দিয়েই যেন বাস্তবতাটা ভাল করে বুঝতে পারল বাংলাদেশ ক্রিকেট দলের টিম ম্যানেজম্যান্ট। এশিয়া কাপে কেলা প্রতিটি দলেই রয়েছে লেগ স্পিনার। বিশেষ করে প্রথম পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তানের রশিদ খান, মুজিব উর রহমান ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গাদের মুখোমুখি হতে হবে। তাইতো টাইগার ব্যাটসম্যানদের প্রস্তুতি দিতেই রিশাদকে উড়িয়ে নিয়েছে টিম ম্যানেজম্যান্ট।
এর আগে মঙ্গলবার ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। টাইগারদের দলে নেই কোন স্পেশালিষ্ট লেগ স্পিনার। দল দুবাই পৌঁছানোর একদিন পর বুধবার টিম ম্যানেজম্যান্ট জানাল তারা নিচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসেনকে। শুধু যাচ্ছেন নেট বোলার হিসেবে ২০ বছর বয়সী এই স্পিনার যাচ্ছেন এশিয়া কাপের দেশ সংযুক্ত আরব আমিরাতে।
দুবাই পৌঁছে তিনি সাকিব আল হাসানদের নেটে বল করবেন। দলের চাওয়াতেই রিশাদকে পাঠানো হচ্ছে। তাছাড়া দুবাইতে নেট বোলারে একটু সংকট রয়েছে।
মঙ্গলবার দলের সব খেলোয়াড় কোচিং স্টাফরা দুবাই গেলেও সেই বিমানে দুবাই যেতে পারেননি তাসকিন আহমেদ ও এনামুল হক বিজয়। সেই ভিসা জটিলতা কাটিয়ে বুধবার দুবাইয়ের বিমান ধরেছেন তারা।
Discussion about this post