নিজের প্রথম এল ক্লাসিকোটা স্মরনীয় হয়েই থাকল নেইমারের। তার নৈপুন্যেই যে শনিবার লা লিগায় চিরপ্রতিদ্ধন্দী রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। ক্লাব ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর লড়াই এল ক্লাসিকোয় পাঁচ ম্যাচ পর কাতালানদের কাছে হারল রিয়াল।
ন্যু ক্যাম্পে বার্সার হয়ে প্রথম গোলটি করেন তাদের ব্রাজিলিয়ান তারকা নেইমার।পরে আরেক গোলদাতা আলেক্সিস সানচেসের গোলেও ছিল তার অবদান। রিয়ালের হয়ে ব্যবধান কমান হেসে রদ্রিগেজ। ম্যাচে অনেকটাই নিস্প্রভ ছিলেন বার্সা তারকা লিওনেল মেসি। অন্যদিকে রিয়াল প্লেমেকার ক্রিশ্চিয়ানো রোনালদোও সেই চেনা ছন্দে ছিলেন না।
এ জয় দিয়ে ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ৯ খেলায় ২৪ পয়েন্ট নিয়ে এরপরই অ্যাতলেতিকো মাদ্রিদ। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রিয়াল।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে দু’বার পিছিয়ে পড়েও নাটকীয়ভাবে স্টোক সিটিকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ক্রিস্টাল প্যালেসের মাঠে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে যথারীতি আর্সেনাল। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ ৩-২ গোলে হারিয়েছে হার্থা বার্লিনকে।
http://youtu.be/yNmwMzLpyyY
Discussion about this post