এ যেন মিশন ইমপসিবল। প্রথম লেগে ০-৪ গোলে হারের পর মনে হচ্ছিল শেষ আটে পা রাখতে পারবে না বার্সেলোনা। কারণ দ্বিতীয় লেগে প্যারিস সেন্ট জার্মেইয়ের বিপক্ষে যে ৫-০ গোলে নুন্যতম জয় চাই তাদের। ইউরোপিয়ান এমন কঠিন প্রতিযোগিতায় এমন স্কোরলাইন কেবল স্বপ্নেই সম্ভব।স্বপ্নের ফুটবলই যেন খেলল বার্সা। চ্যাম্পিয়ন্স লিগে ইতিহাস গড়ে পিএসজিকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে উঠল কাতালানরা।
নু ক্যাম্পে বুধবার রাতে স্বাগতিকরা ৬-১ গোলের অসাধারণ এক জয়ে পেয়ে গেল শেষ আটের টিকিট। দুই লেগ মিলিয়ে ৬-৫ গোল ব্যবধানে জয়।
পিএসজির বিপক্ষে ৮৭ মিনিট পর্যন্ত বার্সা তিন গোলের শূন্যতায় ছিল। কিন্তু দৃশ্যপট পাল্টে দিলেন নেইমার। তার আগে তৃতীয় মিনিটেই লুইস লুয়ারেজের গোলে এগিয়ে যায় বার্সা। ৪০তম মিনিটে আত্মঘাতি গোলে আরো পিছিয়ে পড়ে সেন্ট জার্মেই।
দ্বিতীয়ার্ধের ডি-বক্সে নেইমারকে ফেলে দিলে পেনাল্টি পায় বার্সেলোনা। মেসির গোল। তবে ৬২ মিনিটে পিএসজি খেলায় ফেরে এডিসন কাভানির গোলে। ৮৮তম মিনিটে দারুণ গোল সেই নেইমারের। এরপর নেইমারের আরেক গোল। শেষ মুহূ্র্তে তারই উঁচু করে বাড়ানো বল পা বাড়িয়ে জালে ঠেলে দেন বদলি হিসেবে নামা রবের্তো।ব্যস ইতিহাসের পাতায় কাতালান ক্লাবটি!
আরেক ম্যাচে পর্তুগালের দল বেনফিকাকে ৪-০ গোলে উড়িয়ে শেষ আটে উঠেছে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড।
Discussion about this post