দুঃসময় কাটিয়ে ফের ঘুরে দাড়িয়েছে ব্রাজিল। বিশ্বকাপে জার্মানির বিপক্ষে হারের সেই ক্ষতটা সেই মাঠেই ভুলে যাওয়ার মন্ত্র পেয়ে গেছে বিশ্বের সবচেয়ে সফল ফুটবল খেলুতে দেশটি। শুক্রবার (বাংলাদেশ সময়) বেলো হরিজন্তের মিনেইরাও স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে সাম্বার দেশটি। ব্রাজিলের হয়ে লিওনেল মেসিদের জালে বল পাঠিয়েছেন ফিলিপে কৌতিনিয়ো, নেইমার এবং পাওলিনিয়ো। দুই বছর আগে বেলো হরিজন্তেতেই বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ১-৭ গোলে বিধ্বস্ত হয়েছিল ব্রাজিল।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে টানা ৫ জয়ে রাশিয়া বিশ্বকাপে উঠার পথটা বেশ বড় হয়ে গেল ব্রাজিলের। তবে টানা চার ম্যাচ জয় না পাওয়া আর্জেন্টিনার এখন বিশ্বকাপের মূল পর্বে খেলা নিয়েই দেখা দিল শঙ্কা।
‘জ্বিভে জল আনা’ এই আলোচিত ম্যাচে লিওনেল মেসির দল ছিল একেবারেই ফ্লপ। যদিও ২৩তম মিনিটেমেসির পাস থেকে লুকাস বিগলিয়ার শট চলেই যাচ্ছিল ব্রাজিলের জালে। কিন্তু সেটা গোল হয়নি। এরপর আর মাথা তুলে দাড়াতে পারেনি দলটি।
লাতিন অঞ্চল থেকে উরুগুয়ে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। ১৮ পয়েন্ট নিয়ে কলম্বিয়া তৃতীয়স্থানে।চিলির সমান ১৭ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে চতুর্থ স্থানে ইকুয়েডর। উল্লেখ্য দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপে। তার মানে পরের ম্যাচগুলোতেও এমন খেললে, বিশ্বকাপেই দেখা নাও যেতে পারে মেসির দলকে।
Discussion about this post