সেমিফাইনালে উঠে গেছে দল। স্বর্গ থেকে আর দুই ধাপ দুরে। তারপরও উচ্ছাসে ভাসতে পারছে না ব্রাজিল ফুটবল দল। ভক্ত, সমর্থক আর ফুটবলার সবাই স্তব্ধ! কেননা, যাকে ঘিরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছিলেন তারা, সেই নেইমার ইনজুরিতে ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে।
শুক্রবার কলম্বিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পিঠে আঘাত পেয়ে মাঠ ছাড়েন মেগাস্টার নেইমার। ৮৭ মিনিটে প্রতিপক্ষের হুয়ান সুনিগার হাঁটু নেইমারের পিঠে এসে লাগে। তাতেই মাঠে লুটিয়ে পড়েন এই পোস্টার বয়। তার চিৎকার দেখে মনেই হচ্ছিল আঘাতটা মামুলি নয়। পরে স্টেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। এরপরই হাসপাতালে নিয়ে যাওয়া হয় নেইমারকে।
পরে জানা যায়- তার মেরুদণ্ডের কশেরুকায় চিড় ধরছে। এই আঘাত কাটিয়ে উঠতে অস্ত্রোপচারের প্রয়োজন নেই। কিন্তু সেরে উঠতে নড়াচড়া করতে পারবেন না তিনি। দলের ডাক্তার রদ্রিগো লাসমা জানালেন, ‘খুবই কষ্টের সঙ্গে বলতে হচ্ছে নেইমারের বিশ্বকাপ শেষ।’
এ ঘটনার পর দুঃখ প্রকাশ করলেন হুয়ান সুনিগা। বললেন, ‘এটি খুবই সাধারণ ঘটনা। দেখুন আমি ওকে বাধা দেওয়ার চেষ্টা করছিলাম। পুরো ব্যাপারটাই অনিচ্ছাকৃত ও দুঃখজনক। ঈশ্বরের কাছে প্রার্থনা করি খারাপ কিছু যেন না হয়।’
সাও কার্লোস হাসপাতালের ডাক্তার জানালেন সেরে উঠতে নেইমারের বিশ্রামে থাকতে হবে কয়েক সপ্তাহ!
এ বিশ্বকাপে চার গোল করেছেন নেইমার। প্রায় একাই তিনি এগিয়ে নিচ্ছিলেন ব্রাজিলকে। বলা হচ্ছিল গোল্ডেন বুটের সঙ্গে গোল্ডেন বলও জিততে যাচ্ছেন তিনি। কিন্তু এবার কোনটাই পাওয়া হচ্ছে না ২২ বছর বয়সী এই তারকার।
মঙ্গলবার বেলো হরিজন্তেতে জার্মানির বিপক্ষে সেমিফাইনালের ম্যাচে লড়বে স্বাগতিক ব্রাজিল।
Discussion about this post