একসময় বাংলাদেশের জাতীয় দলে নিয়মিত মুখ ছিলেন নাসির হোসেন। তিন ফরম্যাটেই খেলেছেন, কিন্তু সময়ের সঙ্গে হারিয়ে গেছেন বিতর্ক ও নিষেধাজ্ঞার কারণে। দীর্ঘদিনের শাস্তির পর এবার ফেরার সুযোগ পাচ্ছেন এই অলরাউন্ডার।
২০২১ সালে আবুধাবি টি-টেন লিগে খেলার সময় আইফোন উপহার পাওয়ার তথ্য গোপন করার অভিযোগে আইসিসির নিষেধাজ্ঞায় পড়েছিলেন নাসির। তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিল, যার মধ্যে ছয় মাস ছিল স্থগিত নিষেধাজ্ঞা। ২০২৪ সালের জানুয়ারিতে তার নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা থাকলেও বিসিবির আবেদনে ৭ এপ্রিলেই তিনি মাঠে ফেরার অনুমতি পেতে পারেন।
নাসিরের নিষেধাজ্ঞা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ঘরোয়া লিগেও তার ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে, জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে জাতীয় দলের নিয়মিত খেলোয়াড়রা ব্যস্ত থাকবেন, ফলে আবাহনী দলে ঘাটতি পূরণে নাসিরকে দলে নিতে আগ্রহী।
আবাহনীর কোচ হান্নান সরকার বলেন, ‘শান্ত, নাহিদরা টেস্ট দলে গেলে আমাদের স্কোয়াডে ঘাটতি তৈরি হবে। নাসিরের নিষেধাজ্ঞা দ্রুত শেষ হলে তাকে দলে নিতে পারি। তার সঙ্গে কথা হয়েছে, সব ঠিক থাকলে সুপার লিগের ম্যাচগুলোতে আবাহনীর হয়ে খেলবে।’
জাতীয় দলের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলা নাসির শেষবার জাতীয় দলের জার্সি গায়ে তুলেছিলেন ২০১৮ সালে। এরপর ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করলেও নানা বিতর্কে নাম জড়িয়েছে তার। সব ঠিক থাকলে ৭ এপ্রিল মাঠে ফিরতে পারবেন নাসির হোসেন।
Discussion about this post