ক্রিকবিড২৪.ডটকম রিপোর্ট
গত ২৯ অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছেন সাকিব আল হাসান। তাই এ তারকা এখন মাঠের ক্রিকেটে ফিরতে দিন গুনছেন। ঠিক সে সময়ই এ তারকা পেলেন আইসিসি থেকে সুসংবাদ। আগের মতোই ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান ফিরে পেয়েছেন তিনি।
প্রাণঘাতী করোনার কারণে লম্বা সময় ধরে বন্ধ ছিল মাঠের ক্রিকেট। তার আগে অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে দলগুলো ব্যস্ত ছিল ২০ ওভারের ক্রিকেট নিয়ে। যে কারণে ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের রেটিংয়ে বেশি প্রভাব পড়েনি।
বুধবার দুপুরে প্রকাশিত অলরাউন্ড র্যাঙ্কিংয়ে দেখা যায় সাকিবের বর্তমান রেটিং পয়েন্ট রয়েছে ৩৭৩। নিষেধাজ্ঞায় পড়ার আগে তার অবশ্য রেটিং পয়েন্ট ছিল ৩৯৪। তবুও তিনি আছেন তার জায়গাতেই। দুইয়ে থাকা আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট ৩০১, তৃতীয় ক্রিস ওকসের ২৮১, চার নম্বরে থাকা বেন স্টোকসের রেটিং পয়েন্ট ২৭৬।
দেশের জার্সিতে সাকিব সবশেষবার মাঠে নেমেছিলেন দেড় বছর আগে বিশ্বকাপে। তারপরও ওয়ানডেতে তাকে টপকে যেতে পারেননি আর কোনো অলরাউন্ডার। মঙ্গলবার পাকিস্তান–জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজের পর আইসিসি র্যাঙ্কিং হালনাগাদ করার পর দেখা গেল সাকিব আগের মতো শীর্ষেই আছেন। এদিকে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সবার ওপরে রয়েছেন জেসন হোল্ডার, তার রেটিং পয়েন্ট ৪৪৭। টি–টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সবার ওপরে নবী। সামনে কোনো টেস্ট ও টি–টোয়েন্টি সিরিজের পর আইসিসি র্যাঙ্কিং হালনাগাদ করলে পরিষ্কার হবে এই দুই সংস্করণে সাকিবের অবস্থান কোথায়।
আইসিসির নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সাকিব এখন মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন। সবকিছু ঠিক থাকলে এ তারকাকে দেখা যাবে চলতি মাসে শুরু হত যাওয়া ঘরের মাঠে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগে। এজন্য বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে তার।
আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যাঙ্কিং
অবস্থান ক্রিকেটার দেশ রেটিং
১ সাকিব আল হাসান বাংলাদেশ ৩৭৩
২ মোহাম্মদ নবি আফগানিস্তান ৩০১
৩ ক্রিস ওকস ইংল্যান্ড ২৮১
৪ বেন স্টোকস ইংল্যান্ড ২৭৬
৫ ইমাদ ওয়াসিম পাকিস্তান ২৭১
Discussion about this post