দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট এসএ টি-টোয়েন্টি লিগের চতুর্থ আসর শুরু হবে ২৬ ডিসেম্বর। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নিলাম, যেখানে খেলোয়াড় বাছাই করবে ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল।
এবারের আসরে অংশ নিতে ৭৮২ ক্রিকেটার নাম জমা দিয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশের আছেন ২৩ জন, যাদের মধ্যে অন্যতম সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। চলতি বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নিয়মিত খেলছেন তিনি। সেই ধারাবাহিকতায় নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় এই লিগেও।
ড্রাফটে নাম দেওয়া ক্রিকেটারদের মধ্যে বিদেশি আছেন ৪৫৪ জন এবং দক্ষিণ আফ্রিকার স্থানীয় খেলোয়াড় ৩২৮ জন। ইংল্যান্ড থেকে সর্বোচ্চ ১৫৩ জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের ৫০, পাকিস্তানের ৪০, শ্রীলঙ্কার ৩৬, আফগানিস্তানের ২৭, ভারতের ১৩, আরব আমিরাত ও স্কটল্যান্ডের ১১ জন করে আছেন ড্রাফটে।
অভিজ্ঞ ক্রিকেটারদের মধ্যে আলোচনায় রয়েছেন ৪৬ বছর বয়সী প্রোটিয়া লেগস্পিনার ইমরান তাহির, যিনি সবচেয়ে প্রবীণ অংশগ্রহণকারী। এছাড়া ইংল্যান্ডের সাবেক পেসার জেমস অ্যান্ডারসনও রয়েছেন আলোচনায়। তাছাড়া নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ইংল্যান্ডের জেসন রয় এবং বর্তমানে খেলে যাওয়া রহমানউল্লাহ গুরবাজ, ডেভন কনওয়ে ও মহেশ থিকশানার মতো তারকারাও আছেন তালিকায়।
এবারের নিলামে ৬টি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৮৪ জন ক্রিকেটার দলে ভেড়াতে পারবে, যার জন্য ব্যয় হবে প্রায় ৭.৪ মিলিয়ন মার্কিন ডলার।
Discussion about this post