ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
গত বিশ্বকাপে সবুজ রংয়ের যে জার্সি পরেছিলেন এবার সেই জার্সিটি নিলামে তুলতে যাচ্ছেন মাশরাফি বিন মর্তুজা। ‘অকশন ফর অ্যাকশন’ নামক সংস্থা মাশরাফির জার্সির নিলাম প্রক্রিয়া পরিচালনা করবে। সুনির্দিষ্ট দিনক্ষণ এখনও ঠিক হয়নি। তবে আগামী বছর এ নিলাম হওয়ার কথা রয়েছে। এমনটাই জানিয়েছেন, মাশরাফির স্বেচ্ছাসেবী সংগঠন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক।
নিলামে জার্সি বিক্রি করে যে অর্থ সংগ্রহ হবে তা নড়াইলের স্বাস্থ্যসেবায় কাজে লাগাতে চান মাশরাফি। এরআগে নিলামে ওঠা নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার প্রিয় ব্রেসলেট বিক্রির অর্থ দিয়ে নড়াইলে ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল তৈরি ঘোষণা হয়েছে।
ফাউন্ডেশন সূত্রে জানা যায়, মাশরাফির ব্যবহৃত ব্রেসলেট বিক্রির ৪২ লাখ টাকার একটি অংশ ঢাকা, রংপুরসহ করোনায় কাজ করা কয়েকটি প্রতিষ্ঠানকে প্রদান করা হয়েছে। মাশরাফির ঘোষণা মোতাবেক ব্রেসলেট নিলামের টাকার কিছু অংশ করোনায় কাজ করা বিদ্যানন্দ ফাউন্ডেশন, বঙ্গবন্ধু স্কোয়াড ছাড়াও দুস্থ খেলোয়াড় এবং অসহায় মানুষের কল্যাণে ব্যয় করা হয়েছে। ব্রেসলেট নিলামের বাকি ২৫ লক্ষ টাকা এবং শিগগিরই নিলামে ওঠা জার্সি বিক্রির অর্থ দিয়ে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন ১০ শয্যা বিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ করা হবে। পাশাপাশি এই হাসপাতাল নির্মাণ কাজে আলতাফ হোসেন ও আক্তারুন্নেছা ট্রাস্টও আর্থিক সহায়তা করবে বলে জানা যায়। যেখানে ২৪ ঘণ্টা বিশেষজ্ঞ চিকিৎসকের উপস্থিতিতে স্বল্প খরচে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবা দেয়া হবে।
করোনা শুরু হওয়ার পর থেকে মাশরাফি বিন মর্তুজা একজন খেলোয়াড় ও একজন সংসদ সদস্য হিসেবে মানুষের সেবায় কাজ করে যাচ্ছেন। সে ধারাবাহিকতায় এবার এ তারকা নিজের প্রিয় জার্সিটি তুলতে যাচ্ছেন নিলামে।
Discussion about this post