জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ। তার আগেই শেষ হতে হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে মেলবোর্নে ছুটিতে থাকলেও, ১৮ আগস্ট ঢাকায় ফিরেই তাকে সামলাতে হবে একাধিক গুরুত্বপূর্ণ কাজ। অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ হবে বর্তমান পরিচালনা পর্ষদের মেয়াদ, ফলে আগামী সাত মাসই হতে যাচ্ছে বিসিবির জন্য ব্যস্ততম সময়।
আজ বিকেল ৩টায় বোর্ড সভায় বসছে বিসিবি, যেখানে সভাপতির সঙ্গে অস্ট্রেলিয়া থেকে ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা। সভার মূল আলোচ্যসূচি-বিপিএল পরিচালনার জন্য ম্যানেজমেন্ট কোম্পানি চূড়ান্ত করা, বিপিএলের সময়সূচি নির্ধারণ, নেদারল্যান্ডস সিরিজের স্বত্ব বিক্রি এবং নতুন হেড অব টার্ফ ম্যানেজমেন্ট টমি হেমিংয়ের নিয়োগ বিষয়ক আলোচনা।
বিপিএল যদি ডিসেম্বর-জানুয়ারিতে হয়, নির্বাচনের আগে পর্যাপ্ত নিরাপত্তা ও লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করাই হবে বড় চ্যালেঞ্জ। এ কারণে ২০১৯ ও ২০২৪ সালে বিপিএল অনুষ্ঠিত হয়েছিল নির্বাচনের পর। তবে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ফাহিম সিনহা আত্মবিশ্বাসী, নির্বাচনের আগেই টুর্নামেন্ট শেষ করা সম্ভব হবে।
বিসিবির পরিকল্পনা জানুয়ারির মধ্যেই বিপিএল শেষ করার, যাতে ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে খেলোয়াড়দের প্রস্তুতির সুযোগ থাকে। ক্রিকেট ও নির্বাচন-দুই ফ্রন্টেই এখন সময়ের সঙ্গে পাল্লা দেবে বিসিবি।
Discussion about this post