দক্ষিণ আফ্রিকায় দীর্ঘ সফরে ক্লান্ত টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। এরইমধ্যে ৬ মার্চ থেকে শুরু হচ্ছে নিদাহাস ট্রফি। স্বাধীনতার ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে ত্রিদেশীয় এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করবে শ্রীলঙ্কা। ১৮ মার্চ টুর্নামেন্টের ফাইনাল। যেখানে স্বাগতিক শ্রীলঙ্কাসহ খেলবে ভারত ও বাংলাদেশ।
রোববার সেই টুর্নামেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এ অবস্থায় নিদাহাস ট্রফিতে বিশ্রাম পেলেন ছয় ভারতীয় ক্রিকেটার।
অধিনায়ক বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি থাকছেন বিশ্রামে। একইসঙ্গে নেই জসপ্রিত বুমরাহ ও ভুবনেশ্বর কুমার। পাশপাশি অলাউন্ডার হার্দিক পান্ডিয়া ও স্পিনার কুলদীপ যাদবকেরও দলে রাখা হয়নি।
এ সুযোগে ডাক পেলেন দীপক হুদা, ওয়াসিংটন সুন্দর, রিশভ পান্ত ও মোহাম্মদ সিরাজ। নিদাহাস ট্রফিতে ভারতের নেতৃত্বে থাকবেন রোহিত শর্মা।
১৫ সদস্যের ভারতীয় দল
রোহিত শর্মা, শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিশ পান্ডে, দিনেশ কার্তিক, দীপক হুদা, ওয়াসিংটন সুন্দর, যুযবেন্দ্র চাহাল, অক্ষর পাটেল, বিজয় শংকর, শার্দুল ঠাকুর, জয়দেব উনাদকাট, মোহাম্মদ সিরাজ ও রিশভ পান্ত।
Discussion about this post