শচীন টেন্ডুলকার-যার নাম শুনলেই ক্রিকেট দুনিয়া নত হয় শ্রদ্ধায়। তার ছায়াতেই বেড়ে উঠেছেন সারা টেন্ডুলকার। ভাই অর্জুন চেষ্টা করছেন বাবার স্বপ্নের পথে হাঁটতে। অথচ সারা বেছে নিয়েছেন সম্পূর্ণ আলাদা রাস্তা।
খেলাধুলা নয়, সোশ্যাল মিডিয়ার জগতে তার অবস্থান এখন দৃঢ়। লাখো অনুসারীর কাছে তিনি অনুপ্রেরণা, স্টাইল আইকন। ক্রিকেটে না আসার সিদ্ধান্ত নিয়েও তাই তিনি আলোচনায় থাকেন প্রায়ই।
বর্তমানে অস্ট্রেলিয়ায় রয়েছেন সারা। জীবনে প্রথমবার দেশটির পর্যটনের মুখ হয়েছেন তিনি। তার জন্য এ সফর শুধু কাজ নয়, শৈশবের স্মৃতিও জড়িয়ে আছে তাতে। কারণ অস্ট্রেলিয়ার মাঠেই বাবার অসংখ্য লড়াই, শতক আর জয়ের গল্প।
নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে সারা বললেন, ‘১৯৯৯ সালে প্রথমবার এসেছিলাম অস্ট্রেলিয়ায়। এরপর প্রায় চার বছর পরপরই আসতাম। এখানে বাবার সঙ্গে সময় কাটাতে পারতাম সবচেয়ে বেশি। ছোটবেলার প্রিয় স্মৃতি হলো গোটা ভারতীয় দলের সঙ্গে সিডনিতে নতুন বছর উদযাপন।’
কিন্তু ক্রিকেটার হলেন না কেন? সোজা উত্তর, কখনও ভাবেননি। ভাই অর্জুন যেখানে ছোটবেলা থেকেই ব্যাট-বল নিয়ে মেতে থাকতেন, সারা ছিলেন গলি ক্রিকেটের সামান্য খেলোয়াড়। খেলাধুলাকে কখনও পেশা হিসেবে দেখেননি তিনি।
এখন অর্জুন চেষ্টা করছেন নিজেকে প্রমাণ করার, যদিও এখনও সেভাবে সাফল্য আসেনি। তবে ব্যক্তিগত জীবনে বাগদানের মাধ্যমে তিনি এগিয়ে গেছেন নতুন অধ্যায়ে। আর সারা? তিনি প্রমাণ করে চলেছেন—বাবা ‘ক্রিকেট ঈশ্বর’ হলেও, তার পরিচয় ক্রিকেট দিয়ে নয়, নিজের স্বপ্নের মাধ্যমে।
Discussion about this post