ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
পাকিস্তান সফরে টানা দ্বিতীয় ম্যাচে হার দেখল বাংলাদেশের মেয়েরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে সালমা খাতুনের দল হারল ১৫ রানে। আগের ম্যাচে হার ছিল ১৪ রানের। এর ফলে পাকিস্তানের মাটিতে এক ম্যাচ আগেই হাতছাড়া হয়েছে টাইগ্রেসদের টি-টোয়েন্টি সিরিজ।
ওপেনার জাভেরিয়া খান ও অধিনায়ক বিসমাহ মারুফের হাফসেঞ্চুরিতে ভর করে সোমবার নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে পাকিস্তান করে ১৬৩ রান। জবাবে টি-টুয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ রান ১৫২/৭ তুলেও সালমা খাতুনের দল হার বাঁচাতে পারেনি।
বড় চ্যালেঞ্জের সামনে নেমে শুরুতেই তাতে ধাক্কা খায় টাইগ্রেসরা। দুই ওপেনার আয়েশা রহমান ও শামিমা সুলতানা ফেরেন দ্রুত। রুমানা আহমেদ রান আউট হয়ে যান। ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে কঠিন হয়ে যায় বাংলাদেশের রান তাড়া। চতুর্থ উইকেটে ৩৭ বলে ৫৭ রানের জুটি গড়ে দলকে লড়াইয়ে রাখেন সানজিদা ইসলাম ও নিগার সুলতানা।
৮ চারে ৩২ বলে ৪৫ রান করা সানজিদার বিদায়ে ভাঙে জুটি। শেষ দিকে দুই ছক্কায় জাহানারা আলমের ৫ বলে ১৮ রান কমিয়েছে ব্যবধান। দলকে এনে দিয়েছে নিজেদের সর্বোচ্চ স্কোর। ১৯ বলে ৩০ রান করে ফারজানা ফিরে গেছেন তার আগেই।
ম্যাচে টস জিতে বোলিং নিয়ে শুরু থেকেই তেমন কিছু করতে পারেনি বাংলাদেশ। সে সুযোগে পাকিস্তানের দুই ওপেনার সিদরা আমিন ও জাভেরিয়া খান ৪.৪ ওভারে তুলেন ৩৫ রান। জাভেরিয়া ৫টি চার ও ২ ছক্কায় ৫২ রান করেন। বিসমাহ শেষ পর্যন্ত ৯টি চার ও ১ ছয়ে টি-টুয়েন্টিতে ক্যারিয়ার সেরা ৭০ রানে অপরাজিত ছিলেন। জাহানারা আলম নেন ২ উইকেট।
৩০ অক্টোবর লাহোরে সিরিজের শেষ ম্যাচে লড়বে বাংলাদেশ ও পাকিস্তানের মেয়েরা।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ২০ ওভারে ১৬৭/৭ (সিদরা ১৯, জাভেরিয়া ৫২, বিসমাহ ৭০*, ইরাম ৩, আলিয়া ১০*; জাহানারা ৪-০-২৭-২, পান্না ৩-০-২৩-০, লতা ৪-০-৩৮-১, কুবরা ৩-০-২৮-০, সালমা ২-০-১২-০, রুমানা ৪-০-৩৭-০)
বাংলাদেশ: ২০ ওভারে ১৫২/৭ (শামীমা ১১, আয়েশা ৫, সানজিদা ৪৫, রুমানা ০, নিগার ২১, ফারজানা ৩০, সালমা ০, লতা ১৭*, জাহানারা ১৮*; ডায়ানা ৪-০-২৭-১, আনাম ৪-০-২৪-১, সানা ৪-০-৩৫-১, আলিয়া ৪-০-৪৬-০, সাদিয়া ৪-০-১৯-৩)
ফল: পাকিস্তান ১৫ রানে জয়ী।
Discussion about this post