সময়টা ভাল যাচ্ছে না তার। পরিশ্রমের তো কমতি করছেন না, তারপরও ব্যাটে রান নেই। তবে হাল ছাড়ার পাত্র নন মুশফিকুর রহিম। লড়ে যাচ্ছেন। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে যে করেই হোক ফর্মে যেন ফেরা চাই। খেললেন বাংলাদেশ এ’ দলের হয়ে। এবার ফিরে গেলেন নিজ ঘর, মানে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। যেখান থেকেই মুশফিকের শুরু।
শেকড়ে ফিরে গিয়ে অনুশীলন করলেন। সাভারের সেই প্রতিষ্ঠানটিতে বৃহস্পতিবার অনুশীলন করেন মুশফিক। সেখানে জাতীয় দলের সাবেক এই অধিনায়ক পাশে পেলেন শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমকে।
অনুশীলন পর্বের একটি ছবি ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে শেয়ারও করেন মুশফিক। যেখানে এই তারকা ক্রিকেটার ছোট্ট করে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, শেকড়ে ফিরে খুশি আমি। বিকেএসপি আমার ঘর।’
এটা তো ক্রিকেটপ্রেমীদের জানা বাংলাদেশের ক্রিকেটাররা যখনই সুযোগ পান তখনই প্রিয় কোচের দ্বারস্থ হন। সাকিব বিপাকে পড়লেই উদ্ধার হতে ছুটে যান কোচ সালাউদ্দিনের কাছে। আবার মুশফিকের প্রিয় কোচ তো নাজমুল আবেদীন ফাহিম। তিনি এখন বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা।
সেই কোচটিকে পেয়ে অনুশীলনে টিপস নিলেন মুশি। কেন রান মিলছে না, সমস্যাটা কী সব যেনো জেনে নিতে চাইলেন কোচের কাছ থেকে। সময় হাতে তেমন নেই। সামনের মাসেই তো মধ্যপ্রাচ্যের দুই দেশে শুরু বিশ্বকাপ।
এমনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে পাঁচ ইনিংসে ৩৯ রান করেন মুশফিক। তবে বিশ্বকাপের আগে অনুশীলন ম্যাচও খেলার কথা মুশির। ‘এ’ দলের হয়ে এইচপির বিপক্ষে দুটি ওয়ানডে ম্যাচ খেলবেন চট্টগ্রামে। ম্যাচ দুটি ৯ সেপ্টেম্বর ও ১ অক্টোবর। এর তিনদিন পরই বিশ্বকাপ মিশনে দেশ ছাড়বে মুশিসহ বাংলাদেশ দল।
Discussion about this post