তার ক্যারিয়ারটাই কেমন যেন। একবার সাফল্যের আকাশে তো আরেকবার ব্যর্থতার তলানিতে। ইনজুরিও বেশ ভোগায় মুস্তাফিজুর রহমানকে। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। এরপর মাঠের বাইরে ছিলেন দুই ম্যাচের টেস্ট সিরিজেও।
কিন্তু এভাবে আর কতোদিন। মাঠে ফিরতে প্রস্তুত হচ্ছেন দ্য ফিজ। আগামী মাসেই হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সেখানে ফিরতে চান তিনি। তার আগে রোববার অনুশীলনে ফিরেছেন মুস্তাফিজ।
রিহ্যাব প্রক্রিয়ার অংশ হিসেবে বোলিং অনুশীলন শুরু করেন এই পেসার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে দুপুরে দেখা যায় তাকে। টি-টুয়েন্টি দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে ৫ ওভার বল করেন তিনি। এরপর আরও কিছুক্ণি ছিলেন অনুশীলনে।
সাইড স্ট্রেইন ইনজুরিতে ছিলেন মুস্তাফিজ। সেই ধাক্কা সামলে প্রায় এক ঘন্টার অনুশীলন করেন তিনি। পঞ্চাশ শতাংশ দিয়ে বোলিং করেছেন তিনি। সোমবা) জিম করবেন, এরপর একদিন পরই বোলিংয়ে ফিরবেন। বিপিএলের অষ্টম আসর শুরু হবে জানুয়ারিতে। ২০ জানুয়ারি শুরু হতে পারে এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট। এখানে খেলতে নিজেকে তৈরি করছেন মাহমুদউল্লাহও।
এখন চলছে বিসিএলেে দ্বিতীয় রাউন্ড। ২ জানুয়ারি থেকে শুরু ফাইনাল ম্যাচ। এখানে নেই ফিজ। সব ঠিক থাকলে বিপিএলে উত্তাপ ছড়াবেন তিনি।
Discussion about this post