ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুধু সময়ের নয়, বাংলাদেশের ইতিহাসের সর্বকালের সেরাদের অন্যতম। ব্যাট হাতে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। গত কয়েক বছর ধরে শুধু নিজেকেই ছাড়িয়ে যাচ্ছেন। সেই তামিম ইকবাল এবার আরেকটি মাইলফলক পেরিয়ে গেলেন।
৬ হাজার টি-টুয়েন্টি রান পূরণ করলেন তামিম। এই মাইলফলকে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান পা রাখলেন এই ওপেনার।
বুধবার বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার বিপক্ষে ম্যাচে এই সাফল্য যোগ হলো ফরচুন বরিশাল অধিনায়কের। যদিও এমন তিনি ঠিক নিজের মতো খেলতে পারেন নি তিনি। ৩১ বলে ৩১ রান করে ফিরে যান তামিম।
প্রতিযোগিতামূলক টি-টুয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী সাকিব আল হাসান। চলমান বঙ্গবন্ধু টি-টুয়েন্টির ম্যাচেই গত শনিবার ৫ হাজার রান ক্লাবে পা রাখেন এই অলরাউন্ডার।
২১২ ইনিংসে তামিম করেছেন ৬ হাজার। সাকিবের ২৮৫ ইনিংসে পা রাখেন ৫ হাজারি ক্লাবে। যদিও মিডল অর্ডারে ব্যাট করেই এই রান তুলেছেন সাকিব।
২০ ওভারের ক্রিকেটে বাংলাদেশের হয়ে তামিম ও সাকিবের পরই রয়েছেন মুশফিকুর রহিম। তামিমের ১৮০ ইনিংসে ৪ হাজার ছাড়িয়েছেন তিনি। ১৯৮ ইনিংসে ৩৯৪৩ রান করে এরপরই মাহমুদউল্লাহ। সব মিলিয়ে নিজেকে ইর্ষনীয় উচ্চতায় নিয়ে যাচ্ছেন তামিম!
Discussion about this post