ওয়ানডে সিরিজের পর টি-টুয়েন্টিতেও ব্যর্থতার বৃত্ত থেকে কিছুতেই বেরিয়ে আসা হল না। বাংলাদেশ নেমেছিল হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে। সেখানেও সেই পুরনো গল্প। সম্ভাবনা জাগিয়েও জয় অধরাই থেকে গেল। রোববার সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি ম্যাচে নিউজিল্যান্ড জিতেছে ২৭ রানে। এর ফলে ০-৩-এ হোয়াইটওয়াশ হল মাশরাফি বিন মতুর্জার দল।
সব মিলিয়ে এই সফরে লড়াইটা একেবারে একপেশে হয়ে গেল। নিউজিল্যান্ড ৬: বাংলাদেশ ০! সত্যি কথা বলতে কী কিউইদের কন্ডিশনে জয় যেন সোনার হরিন টাইগারদের জন্য। শুধু হারের ইতিহাসটাই সমৃদ্ধ হচ্ছে। এটি কেন উইলিয়ামসনদের দেশে বাংলাদেশের টানা ১৯তম হার।
রোববার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে টস হেরে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে নেমে কেন উইলিয়ামসন ও কোরি অ্যান্ডারসনের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান করে নিউজিল্যান্ড। উইলিয়ামসন ৫৭ বলে ৬০ ও অ্যান্ডারসনের টর্নেডো গতিতে ৪১ বলে অপরাজিত ৯৪ রান করেন। রুবেল হোসেন নেন ৩ উইকেট।
জবাব দিতে নেমে মনে হচ্ছিল ম্যাচটা জিততেও পারে বাংলাদেশ। কিন্তু সম্ভাবনা জাগিয়েও হল না। ৬ উইকেট হারিয়ে ১৬৭ রানে শেষ লাল-সবুজের দল। সৌম্য সরকার ৪২, সাকিব আল হাসানের ৪১ রান করেন।
এমন ব্যর্থতার পর এবার টেস্টের লড়াই। ১২ জানুয়ারি কিউইদের সঙ্গে মুশফিকুর রহীমের দলের প্রথম টেস্ট।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৯৪/৪ (উইলিয়ামসন ৬০, নিশাম ১৫, ব্রুস ৫, অ্যান্ডারসন ৯৪*, গ্র্যান্ডহোম ৪*; মাশরাফি ০/৪২, তাসকিন ০/৩৭, রুবেল ৩/৩১, সাকিব ০/২২, মোসাদ্দেক ১/২৭, সৌম্য ০/২১)
বাংলাদেশ: ২০ ওভারে ১৬৭/৬ (তামিম ২৪, সৌম্য ৪২, সাব্বির ১৮, সাকিব ৪১, মাহমুদউল্লাহ ১৮, মোসাদ্দেক ১২, নুরুল ৭*, রুবেল ১*; স্যান্টনার ১/৩৭, হুইলার ০/২৯, বোল্ট ২/৪৮, সোধি ২/২২, উইলিয়ামসন ১/৯)
ফল: নিউজিল্যান্ড ২৭ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচ টি-টুয়েন্টি সিরিজ নিউজিল্যান্ড ৩-০তে জয়ী
ম্যাচসেরা: কোরি অ্যান্ডারসন।
Discussion about this post