ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
এখনও পর্যন্ত নিউজিল্যান্ডের মাঠে জিতে পারেনি বাংলাদেশ। তবে সেই দলটির বিপক্ষে ঘরের মাঠে টাইগারদের রয়েছে সাফল্য। সেই স্মৃতি রোমন্থন করলেই চোখে ভেসে উঠে পেসার রুবেল হোসেনের নাম। ১১ বছর আগে কিউইদের ‘বাংলাওয়াশ’ করার সেই কীর্তিতে হ্যাটট্রিকসহ ৬ উইকেট নিয়েছিলেন রুবেল। এর তিন বছর পর আবার সেই সুখস্মৃতি ফিরিয়ে আনেন টাইগাররা। সব মিলিয়ে কিউইদের বিপক্ষে বাংলাদেশের সফলতম পেসার রুবেলই। ১৩ ম্যাচে ২২ উইকেট। রোববার কুইন্সটাউনে অনুশীলনের ফাঁকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পাঠানো ভিডিওবার্তায় রুবেলকে সেই কথাই মনে করিয়ে দেন তরুণ পেসার শরিফুল ইসলাম।
অতীতের সেই স্মৃতি থেকেই এবার নিউজিল্যান্ডের মাঠে জেতার শক্তি খুঁজে পাচ্ছেন রুবেল। এ ব্যাপারে এ পেসার বলেছেন,‘সেই স্মৃতি সঙ্গী করেই নিজেকে উজাড় করে দিতে চাই। সুযোগ পেলে আমার শতভাগ দেব এখানে। সঙ্গে আমার ভালো স্মৃতিগুলো সাহস জোগাবে। কীভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো খেলেছিলাম। নিজের মাথায় সেই বিষয়গুলো নেওয়ার জন্য চেষ্টা করব। দলের পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন খুব ভালো করতে হবে। আমার সর্বোচ্চটা চেষ্টা করব।’
আগে না পারলেও এবার নিউজিল্যান্ডের মাঠ থেকে জিতে ফিরবে বাংলাদেশ। এমন বিশ্বাস এরইমধ্যে মনের মধ্যে গেঁথে নিয়েছেন রুবেল, ‘ইনশাআল্লাহ্, এবার অবশ্যই পারব। আমাদের দলের সামর্থ্য আছে। উইকেটে গিয়ে মানিয়ে নিতে পারলে ভালো করতে পারব। সবাই সবার সেরাটা দিলে নিউজিল্যান্ডের সঙ্গে ভালো কিছু হবে ইনশাআল্লাহ।’
আগামী ২০ মার্চ নিউজিল্যান্ডের মাটিতে প্রথম জয়ের সন্ধানে নামবে বাংলাদেশ। এজন্য বেশ আগে থেকেই সেখানে পা রেখেছেন তামিম ইকবালরা। কোয়ারেন্টাইন পর্ব শেষ করে এখন তারা নিজেদের প্রস্তুতি করছেন মাঠের লড়াইয়ের জন্য। সব মিলিয়ে দারুণ সময় পার করছেন তারা। এ জন্য সবাই ভাল কিছু করতে উন্মুখ।
Discussion about this post