শ্রীলঙ্কা থেকে নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছিলেন তিনি। এমন কী এরপর প্রথম দুই দফা করোনা টেস্টে হয়েছিলেন নেগেটিভ। কিন্তু তৃতীয় দফায় করোনা টেস্ট দিয়ে পেলেন দুঃসংবাদ। বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ করোনা পজিটিভ।
এখন সংগতভাবেই কোয়ারেন্টাইনে আছেন তিনি। এ অবস্থায় নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় কি সিদ্ধান্ত নেয়, সেটিই অনুসরণ করবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। ধারণা করা হচ্ছে কোয়ারেন্টাইনে লম্বা সময় থাকতে হবে হেরাথকে।
এখানেই শেষ নয়, বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ডে পা রেখেছে, সেটির একজন যাত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর সেই ব্যক্তির আশপাশে বসা বাংলাদেশ দলের নয়জনকেও রাখা হয়েছে আইসোলেশনে। করোনাভাইরাসে আক্রান্ত সেই যাত্রীর আশপাশে বসে ছিলেন অধিনায়ক মুমিনুল হক, ইয়াসির আলী, ফজলে মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, টিম ডিরেক্টর খালেদ মাহম্যদ, নির্বাচক আবদুর রাজ্জাক ও তিন সাপোর্ট স্টাফ।
নয়জনকে বাদ দিয়ে মঙ্গলবার থেকেই প্রথমবারের মতো জিমনেসিয়াম ব্যবহার করতে পারছে বাংলাদেশ দলের বাকি সদস্যরা। দুই টেস্টের সিরিজ খেলতে নিউজিল্যান্ড গিয়ে কোয়ারেন্টাইনে রয়েছে বাংলাদেশ দল। এবার ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফের সদস্যসহ মোট ৩০ জন গেছেন। এবার ১৪ দিন নয়, ৩ দিন রুম কোয়ারেন্টাইন করতে হচ্ছে টাইগারদের। প্রথম তিন দিনে একটি নির্দিষ্ট সময় হোটেল রুমের বাইরে হাঁটাহাঁটি করতে পেরেছেন ক্রিকেটাররা।
নিউজিল্যান্ড সফরে দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। নতুন বছরের প্রথম দিন ১ জানুয়ারি মাউন্ট মঙ্গানুইয়ে শুরু সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু ৯ জানুয়ারি, ক্রাইস্টচার্চে।
Discussion about this post