ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে বিশ্বের উন্নত দেশ দিশেহারা, তখন বাংলাদেশ দক্ষতার সঙ্গেই সবকিছুর মোকাবেলা করেছে। সংক্রমণ যেমন কম ছিল, তেমনই দেশে টিকাদান কর্মসূচিও শুরু হয়েছে অনেকের আগে। এরইমধ্যে প্রায় অর্ধলক্ষ মানুষ নিয়েছেন করোনা ভ্যাকসিন। অপেক্ষায় আরও । প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে টিকার প্রথম ডোজ নিয়েই নিউজিল্যান্ড সফরে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। তাসমান সাগর পাড়ের দেশে তিন ম্যাচ ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের অপেক্ষায় দল।
তার আগে নিয়ম মেনেই টাইগাররা শেষ করেছে কোয়ারেন্টাইন। বন্দি জীবনের দুঃসহ অভিজ্ঞতা পেছনে ফেলে দল এখন মুক্ত। ধবার ক্রাইস্টচার্চ ছেড়ে কুইন্সটাউনে পা রেখেছে দল। দুই সপ্তাহ পর মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানালেন তামিম ইকবাল।
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বুধবার বলেন, ‘এনিয়ে আমাদের দেশ দুর্দান্ত কাজ করেছে। আমাদের প্রধানমন্ত্রী সব কিছুতেই এগিয়ে আছেন। তিনি চমৎকার কাজ করেছেন। জাতি হিসেবে আমরা খুবই ভাগ্যবান। শুধু ক্রিকেটাররাই নয়, সাধারণ মানুষও ভ্যাকসিন নেওয়ার সুযোগ পাচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটা বিনামূল্যে দেওয়া হচ্ছে।’
সবমিলিয়ে উজ্জ্বল হয়েছে ভাবমূর্তি। তামিম ইকবাল আরও বলেন, ‘বাংলাদেশ যা করছে তা নিয়ে আমরা জাতি হিসেবে গর্বিত। আমি নিশ্চিত অন্য দেশও আমাদের এই কার্যক্রম অনুসরণ করবে। দ্রুত আর পরে সম্ভবত আমাদের সবাইকে ভ্যাকসিন নিতেই হবে। আমি নিজেও প্রথম ডোজ নিয়েছি। খারাপ লাগেনি, কোনো কিছু অনুভব করিনি। দারুণ ছিল সবকিছু।’
এদিকে স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি আগেই কুইন্সটাউনে চলে গেছেন। বৃহস্পতিবার সকাল থেকেই থেকে দল হিসেবে অনুশীলন করবে টাইগাররা। কুইন্সটাউনে চলবে ৫ দিনের ক্যাম্প। তারপরই ২০ মার্চ ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের পরের দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে ২৩ ও ২৬ মার্চ। ২৮ মার্চ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের শেষ দুটি টি-টুয়েন্টি ৩০ মার্চ ও ১ এপ্রিল।
তার আগে আপাতত দল মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে। কারণ শেষ হয়েছে কোয়ারেন্টাইন। স্থানীয় সময় বিকাল ৩টায় (বাংলাদেশ সময় সকাল ৮টা) হোটেল থেকে চেকআউট করে বাংলাদেশ দল। এরপর স্থানীয় সময় সন্ধ্যায় কুইন্সটাউনের উদ্দেশে রওয়ানা হয়। সুস্থ ভাবেই কুইন্সটাউনে আছে দল।
Discussion about this post