ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তিন টি-টোয়েন্টি এবং দুইটি টেস্ট খেলতে গত মঙ্গলবার বাবর আজমের নেতৃত্বে নিউজিল্যান্ড সফরে পা রাখে পাকিস্তান ক্রিকেট দল। এরপর থেকেই ১৪ দিনের কোয়ারেন্টিনে পাকিস্তান ক্রিকেট দলের সদস্যরা। করোনা টেস্টও করা হয়। সেই টেস্টে পাকিস্তান ক্রিকেট দলের ‘৬’ সদস্যের করোনা পজিটিভ।
ছয় জনের মধ্যে চারজন নতুন করে আক্রান্ত হয়েছেন বাকি দুইজন আগেও করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। ছয় সদস্যের করোনা পজিটিভ হওয়ায় ক্রাইস্টচার্চে আইসোলোশনে রাখা হয়েছে সবাইকে।
পাকিস্তানের ৬ সদস্য করোনা পজিটিভ হওয়ায় স্থগিত করা হয়েছে ট্রেনিংও। এদিকে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড অভিযোগ পেয়েছে কোয়ারেন্টিনের প্রথমদিনই প্রোটোকল ভঙ্গ করেছে পাকিস্তান দলের কিছু ক্রিকেটার। এটি নিয়ে ইতোমধ্যে তদন্ত চলছে বলে জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
নিউজিল্যান্ড এবং পাকিস্তানের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর। ২২ ডিসেম্বর সিরিজ শেষ হলে ২৬ ডিসেম্বর খেলবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি এবং দ্বিতীয়টি খেলবে ৩ জানুয়ারি।
Discussion about this post