ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তাসকিন আহমেদের নিউজিল্যান্ড সফর শেষ হয়ে গেছে আগেই! বিপিএলে সিলেট সিক্সার্সের শেষ ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পান এই পেসার। তারপর এমআরআই শেষে জানা যায় ফিরতে প্রায় মাস খানেক লাগবে। তাইতো
নিউজিল্যান্ড সফরে তার জায়গায় সুযোগ পেলেন শফিউল ইসলাম ও ইবাদত হোসেন।
নিউজিল্যান্ড সফরের দলে থাকা তাসকিনের বিকল্প খুঁজে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বাংলাদেশ ওয়ানডে দলে ডাক পেলেন শফিউল ও টেস্ট দলে ইবাদত।
এবারই প্রথম বাংলাদেশ জাতীয় দলে ডাক পেলেন ইবাদত। অবশ্য বেশ কয়েকবছর ধরেই আলোচনায় আছেন তিনি। ২৫ বছর বয়সী বোলার পেসার হান্ট থেকে উঠে এসেছেন। খেলেছেন হাই পারফরম্যান্স স্কোয়াড, বিসিবি একাদশ ও বাংলাদেশ ‘এ’ দলে। এবার সুযোগ পেলেন জাতীয় দলে।
চলতি বিপিএলে সিলেট সিক্সার্সের শেষ ম্যাচে ৪ উইকেট পেয়েছেন ইবাদত। এর আগে বিসিএলে নেন ৫ ম্যাচে ২১ উইকেট। এই নৈপুন্য তাকে নিয়ে আসে আলোচনায়।
শফিউল এবারের বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন। এরইমধ্যে নিয়েছেন ১৫ উইকেট। ৫৬ ওয়ানডে খেলা বোলারকেও দলে ডাকলেন নির্বাচকরা।
আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু ওয়ানডে সিরিজ। ২৭ ফেব্রুয়ারি শুরু তিন ম্যাচ টেষ্ট সিরিজের প্রথমটি।
বাংলাদেশ ওয়ানডে দল-
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাঈম হাসান, শফিউল ইসলাম ও সাব্বির রহমান।
বাংলাদেশ টেস্ট দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও আবু জায়েদ চৌধুরী।
Discussion about this post