ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাপারটা অবশ্যই বিস্ময়কর। টার্গেট না জেনেই মাঠে দল। কিন্তু কিছু করার নেই। ভুলটা যে ম্যাচ অফিসিয়ালদের। নিউজিল্যান্ডের ইনিংসের ১৭.৫ ওভারের পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে আর ব্যাটিংয়ে নামতে পারেনি কিউইরা। ১৭৩ রানের পর স্কোরবোর্ডে আর রান জমা করার সুযোগ হয়নি তাদের। বৃষ্টি থামলে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল।
এরপরই শুরুতে জানানো হয় বৃষ্টি আইনে ১৬ ওভারে বাংলাদেশ দলের জিততে চাই ১৪৮ রান। কিন্তু বিস্ময়করভাবে বাংলাদেশ ইনিংসের ৯ বল পর আবার সিদ্ধান্ত বদল করেন ম্যাচ অফিশিয়ালরা। বাংলাদেশের সামনে নতুন টার্গেট দেওয়া হয় ১৬ ওভারে ১৭০ রান
আইসিসির ম্যাচ অফিসিয়ালদের ভুলটা ধরিয়ে দেয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো। তারা ১৬ ওভারে ১৭০ রানের লক্ষ্য দেখাচ্ছিল।
এমন ঘটনা এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে হয়নি। ম্যাচ চলছে। আম্পায়ার ম্যাচ থামিয়ে দুই দলের প্রতিনিধিকে ডেকে জানাচ্ছেন, টার্গেট পরিবর্তন হবে! বিস্ময়কর। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে প্রযুক্তি কমতি নেই।
হিসাবের মারপ্যাচে ঠিক না থাকায় ১৪৮ রান ভুলে দেওয়া হয়েছিল। নতুন লক্ষ্য একই ওভারে ১৭০ রান। সেই লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ তুলে ৭ উইকেটে ১৪২ রান। ২৮ রানের জয়ে এক ম্যাচ হাতে রেখে টি-টুয়েন্টি সিরিজ জিতে নেয় স্বাগতিকরা নিউজিল্যান্ড।
নেপিয়ারে ম্যাচ অফিসিয়ালদের কাণ্ডে চলছে সমালোচনা। দলটির পেস অলরাউন্ডার জিমি নিশাম টুইটারে লিখলেন ‘কত রান তাড়া করতে হবে সেটা না জেনেই ব্যাটিংয়ে নামা? কিভাবে সম্ভব! উল্টাপাল্টা কাজ।’ ঠিকই তো, সেই কাজে কপাল পুঁড়ল মাহমুদউল্লাহদের।
Discussion about this post