ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নিউজিল্যান্ডে মাঠের লড়াই শুরু হতে আর দিন কয়েক বাকী। এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এখনো শেষ হয়নি। এ অবস্থায় জাতীয় দলে থাকা যে ক্রিকেটারদের বিপিএল শেষ তারা বুধবার দুপুরে দেশ ছাড়লেন।
নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের ৮ ক্রিকেটার। ১০ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড সফরে টাইগাররা খেলবে একদিনের প্রস্তুতি ম্যাচ। এর দু’দিন পরই শুরু ওয়ানডে সিরিজ।
পুরো দল একসঙ্গে যেতে না পারায় বুধবার দুপুরে দেশ ছাড়লেন মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানসহ ৮ ক্রিকেটার। হেড কোচ স্টিভেন রোডস ও ম্যানেজার খালেদ মাসুদ পাইলটও আছেন দলের সঙ্গে।
৮ ফেব্রুয়ারি বিপিএল ফাইনাল। তার একদিন পরই ওয়ানডে দলের বাকী ক্রিকেটাররাও যাবেন নিউজিল্যান্ডে।
বিপিএল থেকে ছিটকে যাওয়া চার দলের ক্রিকেটারদের মধ্যে যারা নিউজিল্যান্ড সফরের জন্য ওয়ানডে দলে আছেন তারা দেশ ছাড়লেন। দলে আছেন মুশফিক, মাহমুদউল্লাহ, মুস্তাফিজ, মেহেদি হাসান মিরাজ, সৌম্য সরকার, সাব্বির রহমান, লিটন কুমার দাস ও নাঈম হাসান।
বুধবার দুপুরে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি বিমানে উড়াল দেন ক্রিকেটাররা। ৯ ফেব্রুয়ারি অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নেতৃত্বে বাকীরাও দেশ ছাড়বেন।
১৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে মাশরাফিদের প্রথম ওয়ানডে, নেপিয়ারে। ম্যাচ শুরু সকাল ৭টায়। শেষ দুটি ওয়ানডে ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চ ও ২০ ফেব্রুয়ারি ডানেডিনে। খেলা শুরু ভোর চারটায়। এরপর দুই দল মুখোমুখি হবে ৩ ম্যাচ টেস্ট সিরিজে।
Discussion about this post