দেশের মাঠে স্বপ্নের ক্রিকেট খেলছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে গত মাসে যেখানে শেষ করেছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল, সেখানে থেকেই যেন শুরু। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে বুধবার একেবারে হেসে খেলে জিতল টাইগাররা। ৫ ম্যাচ সিরিজের প্রথমটিতে এসেছে ৭ উইকেটের জয়।
এটিই নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টুয়েন্টিতে প্রথম জয়। আগের দশবারই দল হেরেছিল। এবার দেশের মাঠে তাদের পেয়ে হাসিমুখ লাল-সবুজের প্রতিনিধিদের। কিউইদের বিপক্ষে নিজেদের ইতিহাসে প্রথম জয়!
মিরপুরের শেরেবাংলায় বুধবার বিকালে টস ভাগ্য অবশ্য ছিল নিউজিল্যান্ডের পক্ষে। যেখানে কিউই অধিনায়ক টম লাথামের হাসিমুখ। এরপরের সময়টুকু শুধুই বাংলাদেশের। প্রতিপক্ষকে সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমানরা লজ্জায় ডুবালেন। ৬০ রানে অলআউট নিউজিল্যান্ড। যা কীনা তাদের টি-টুয়েন্টি ইতিহাসের সর্বনিম্ম রান। এরপর জবাব দিতে নেমে স্লো উইকেটে দেখে-শুনে খেলেন সাকিব। শেষ অব্দি ১৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পা রাখে বাংলাদেশ। ৩০ বল হাতে রেখে জয়!
ম্যাচে এমন সহজ জয়ের পথটা করে দেন বোলাররা। বাংলাদেশের বোলিং তোপে অসহায় আত্মসমর্পন করে সফরকারীরা। মাত্র ৬০ রানে শেষ। টি-টুয়েন্টিতে এটিই কিউইদের সর্বনিম্ন রান। আগের সবচেয়ে কম রানও ছিল ৬০। ২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে, শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে। তবে বাংলাদেশের বিপক্ষে যে কোনো দল মিলিয়ে সর্বনিম্ন রানের রেকর্ডও এটি। আগের সর্বনিম্ন ছিল সবশেষ সিরিজে অস্ট্রেলিয়ার ৬২ রান ।
পেসার মুস্তাফিজুর রহমান এদিনও ছিলেন ভয়ঙ্কর। ২.৫ ওভারে ১৩ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। দুটি করে উইকেট শিকার করেন স্পিনার নাসুম আহমেদ ও সাকিব আল হাসান। পেসার সাইফউদ্দিনও নেন সমান সংখ্যক উইকেট। নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ১৮ রান তুলেন হেনরি নিকলস ও টম ল্যাথাম।
এরপর জবাব দিতে নেমে বাংলাদেশও শুরুতে উইকেট হারায়। আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম বলেই উইকেট পান কোল ম্যাকনকি। মোহাম্মদ নাঈম শেখ আউট শুরুতেই। করেন ৬ বলে ১ রান। ভালো করতে পারেন নি লিটন কুমার দাসও। তিনিও আউট হলেন ১ রানে। ৩ বলে ১ লিটন।
তারপর লড়াই করলেন সাকিব। ব্যাটিং প্রতিকূল উইকেটে খেলেন দেখে-শুনে। কিন্তু রাচিন রবীন্দ্রর অফ স্টাম্পের বাইরের বল কাট করার চেষ্টা করে ব্যর্থ সাকিব। ব্যাটের কানা নিয়ে আশ্রয় নেয় কিপারের গ্লাভসে। ৩৩ বলে ২৫ রান করে ফেরেন সাকিব।
এরপর বাকি কাজটুকু সারেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। দুই ভায়রা দলকে এনে দেন দারুণ এক জয়। এটি নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টিতে বাংলাদেশের প্রথম জয়। আগের ১০ ম্যাচেই হার দেখেছিল টাইগাররা। এবার সেই বৃত্ত থেকে বেরিয়ে মনে রাখার মতো জয় এনে দিল রিয়াদের দল।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ১৬.৫ ওভারে ৬০ (ব্লান্ডেল ২, রবীন্দ্র ০, ইয়াং ৫, ডি গ্র্যান্ডহোম ১, ল্যাথাম ১৮, নিকোলস ১৮, ম্যাকনকি ০, ব্রেসওয়েল ৫, এজাজ ৩, টিকনার ৩*, ডাফি ৩; মেহেদি ৪-০-১৫-১, নাসুম ২-০-৫-২, সাকিব ৪-০-১০-২, মুস্তাফিজ ২.৫-০-১৩-৩, মাহমুদউল্লাহ ২-০-৮-০, সাইফ ২-০-৭-২)।
বাংলাদেশ : ১৫ ওভারে ৬২/৩ (নাঈম ১, লিটন ১, সাকিব ২৫, মুশফিক ১৬*, মাহমুদউল্লাহ ১৪*; এজাজ ৪-০-৭-১, ম্যাকনকি ৪-০-১৯-১, রবীন্দ্র ৪-০-২১-১, ডাফি ১-০-৩-০, ব্রেসওয়েল ১-০-৩-০, টিকনার ১-০-৯-০)।
ফল: ৭ উইকেটে জয়ী বাংলাদেশ
ম্যাচসেরা : সাকিব আল হাসান
Discussion about this post