আগের ম্যাচে বল হাতে ম্যাজিক দেখিয়েছিলেন দু’জন। এবার ব্যাট কথা বলল মুমিনুল হক ও নাসির হোসেনের। ইমার্জিং টিমস এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে দুর্দান্ত এক শতরান পেলেন নাসির হোসেন। অন্যপ্রান্তে অধিনায়ক মুমিনুলের ব্যাটে হাফসেঞ্চুরি। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের জয়ে এবারো থাকল তাদের বড় ভূমিকা। আর তাতেই নেপালকে ৮৩ রানে হারাল বাংলাদেশ।
এর আগে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৮ উইকেটে জিতে টাইগাররা। তিনটি করে উইকেট নেন মুমিনুল, নাসির।
মঙ্গলবার কক্সবাজারের শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৯ উইকেটে ৫০ ওভারে ২৫৭ রান করে দল। তারপর জবাব দিতে নেমে ৪২.৩ ওভারে ১৭৪ রানে অলআউট নেপাল।
ম্যাচটা ছিল নাসিরের। জাতীয় দলে জায়গা না পাওয়া এই ক্রিকেটার রানের ধারাতেই আছেন। এবার ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি করলেন। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১০৯ রানে। ১১৫ বলে এই রান করেন তিনি। ১২টি চার ও দুটি ছক্কা ছিল তার ইনিংসে। মুমিনুল করেন ৬১ রান।
এরপর বল হাতে নেপালকে কোনাঠাসা করেন রাহাতুল ফেরদৌস। ৪৫ রানে ৪ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। ২২ রানে পেসার সাইফউদ্দিন ৩ উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩: ৫০ ওভারে ২৫৭/৯ (সাইফ ৭, আজমির ০, মুমিনুল ৬১, মিঠুন ০, শান্ত ৪, নাসির ১০৯*, আফিফ ১৪, সাইফউদ্দিন ১৩, রাহাতুল ৪, হাসান ২৯, নাসুম ১*; অভিনাশ ৩/৪৬, মাহবুব ১/২৫, দিপেন্দ্র ১/৪০, সন্দিপ ২/৪১, জ্ঞানেন্দ্র ১/৫১)
নেপাল: ৪২.৩ ওভারে ১৭৪ (দিলিপ ১২, দিপেন্দ্র ৫৬, মাহবুব ১০, বিনোদ ৩৩, ভুবন ৬, সন্দিপ ৩*, অভিনাশ ১; হাসান ২/৪০, সাইফউদ্দিন ৩/২২, নাসুম ০/১৯, নাসির ০/২৮, রাহাতুল ৪/৪৫, আফিফ ০/১০, মুমিনুল ০/৫)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ৮৩ রানে জয়ী
Discussion about this post