জাতীয় দলের দরজা না খুললেও রানের মধ্যেই আছেন নাসির হোসেন। ইমার্জিং এশিয়া কাপের আগে প্রস্তুতি পর্বে কথা বলছে তার ব্যাট। বৃহস্পতিবার অধিনায়ক মুমিনুল হকের পাশাপাশি নাসিরের ব্যাট থেকেও দেখা মিলল হাফসেঞ্চুরি। চতুর্থ ও শেষ প্রস্তুতি ম্যাচে তাদের ব্যাটিংয়ে জিতল লাল দল।
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সবুজ দল ২৯৫ রানের বড় টার্গেট দেয়। কিন্তু জবাবে ১০ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় মুমিনুলের দল।
লল দলের ওপেনার সাইফ হাসান ও আজমীর আহমেদ দারুণ ব্যাট করেছেন। ওপেনিং জুটি থেকে ১৪.৩ ওভারে তুলেন ৯৩ রান। সাইফ হাসান ৪৮ ও আজমীর ৩৮ রান করেন।তারপর মুমিনুল ৬৯ ও নাসির হোসেন ৬৩ রান করে দলকে পাইয়ে দেন সহজ জয়।এছাড়া মোহাম্মদ মিঠুন ৪২ রান করেন। সবুজ দলের অধিনায়ক তানবীর হায়দার নেন ৩ উইকেট।
টস জিতে ব্যাটিংয়ে নেমে সবুজ দলের মেহেদি মারুফ মাত্র ৭৬ বলে ১০টি চার ও তিন ছয়ে করেন ৯০ রান।সাদমান করেন ৬৭ রান। জাকিরের ৫৩। আবু হায়দার রনি নেন ৩ উইকেট। সমান ৩টি উইকেট নাসুম আহমেদের।
আট দেশের ইমার্জিং এশিয়া কাপ শুরু হবে ২৭ মার্চ। উদ্বোধনী ম্যাচে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ লড়বে হংকংয়ের সঙ্গে। ২৮ মার্চ নেপাল ও ৩০ মার্চ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ মুমিনুলদের।
আরেক গ্রুপে আছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও মালয়েশিয়া। এশিয়ার ৮ দেশের অনুর্ধ্ব-২৩ দল নিয়ে এবারই প্রথমবারের মতো বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে ৩ এপ্রিল দুপুর ২টায় দিবা-রাত্রির ফাইনাল ম্যাচ।
Discussion about this post