জাতীয় ক্রিকেট লিগে রংপুর বিভাগের জয়ের নায়ক বনে গেলেন নাসির হোসেন। চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ১৩৯ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে দলের ভিত্তি স্থাপন করেছেন এই ব্যাটসম্যান। ইনিংসের শুরুতে অনিক সরকারের আউটের পর নাসির নামেন ব্যাটিংয়ে এবং মাত্র ৩২ বলে ৪৩ রান করে দলের রান বাড়াতে নেতৃত্ব দেন। তার ইনিংস ছিল চারটি চার এবং দুইটি ছক্কা সমৃদ্ধ।
নাসিরের সঙ্গে আজ সিলেটে জাহিদ জাভেদের ৭৮ রানের জুটি রংপুরের ইনিংসকে দৃঢ় ভিত্তি দিয়েছে। এই জুটিই শেষ পর্যন্ত দলকে জয় পর্যন্ত নিয়ে যায়। নাসির হাসান মুরাদের স্পিনে বোল্ড হয়ে ইনিংস শেষ হলেও তার খেলাটি দলের জন্য বড় সমর্থন ছিল। অধিনায়ক আকবর আলী ও ইকবাল হোসেনের শেষ মুহূর্তের ক্যামিও ইনিংস রংপুরকে ৫ উইকেটে জয় নিশ্চিত করতে সাহায্য করে।
বোলিংয়ে নাসির হোসেন একটি উইকেট শিকার করেছিলেন, ৪ ওভারে ৩৮ রান খরচা করেন। তবে তার ব্যাটিং ছিল মূল ভূমিকা। দলের জয় নিশ্চিত হওয়ার আগে নাসির মাঠে ছিলেন স্থিতিশীল এবং ঝুঁকি নিয়েই বলের প্রতি আক্রমণাত্মক অবস্থান দেখিয়েছেন।
চট্টগ্রাম বিভাগের ব্যাটিং বিপর্যয় আর ইরফান শুক্কুরের ঝড়ো ইনিংসের বিপরীতে নাসিরের অবদান রংপুরকে দ্রুত এবং কার্যকরভাবে লক্ষ্য তাড়া করে জয় উপহার দিয়েছে। ১৮ ওভারে ৫ উইকেটে রংপুর মাঠ ছাড়ে, আর এই জয়ের গল্পে নাসির হোসেনই ছিলেন প্রধান নায়ক।










Discussion about this post