সব শেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মনে রাখার মতো ছিল নাসির হোসেনের। ব্যাটে-বলে দাপট দেখিয়েছেন তিনি। দল প্লে-এমন সাফল্যের পর জাতীয় দলে ফের প্রত্যাবর্তনের স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি স্কোয়াডে জায়গা হয়নি এই তারকা ক্রিকেটারের।
এরইমধ্যে বৃহস্পতিবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন দুঃসংবাদ! নিকট ভবিষ্যতেও নাসিরের জন্য দরজা খোলা হচ্ছে না। মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘দেখুন, নাসির যে পজিশনে খেলে ওই পজিশন এখন খালি নেই। আমাদের পরিকল্পনা এখন ২০২৪ বিশ্বকাপ ঘিরে।’
এবারের বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে ১২ ম্যাচে ৪৫.৭৫ গড়ে ১২০ স্ট্রাইক রেটে ৩৬৬ রান করেন নাসির। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ছিলেন ৬ নম্বরে। বল হাতে ১২ ম্যাচে তুলেন ১৬ উইকেট। সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় তিনি ছিলেন দুই নম্বরে।
এই সাফল্যের রেশ ধরে ৫ বছরের বেশি সময় পর ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার স্বপ্ন দেখছিলেন নাসিরের। কিন্তু বুধবার ঘোষিত স্কোয়াডে বিপিএল পারফর্ম দিয়ে দলে জায়গা করে নিলেও নেই নাসির। অথচ দলে প্রায় ৮ বছর পর সুযোগ পেলেন রনি তালুকদার।
নাসির বাংলাদেশের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ২০১৮ সালের জানুয়ারিতে।
Discussion about this post