ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দশটি দল। একটি শিরোপা। কে জিতবে? এখন বিশ্ব ক্রিকেটে আলোচনার নাম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরমধ্যেই শুক্রবার মাঠের লড়াই শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ সময় এদিন দুপুর দেড়টায় সিডনিতে মুখোমুখি স্বাগতিক অস্ট্রেলিয়া ও ভারত। এ টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ ভারত। তার আগে বৃহস্পতিবার পাকিস্তানকে ৫ রানে হারিয়ে প্রস্তুতিটা ভালোয় হয়েছে সালমা খাতুনের দলের।
সপ্তম টি-টোয়েন্টি বিশ্বকাপশুরুর আগে সবচেয়ে বড় প্রশ্ন, এবারও অস্ট্রেলিয়ার মেয়েদের দাপট চলবে নাকি তাদের মাটিতেই জন্ম নেবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো নতুন কোনো চ্যাম্পিয়নের। আগের ছয় আসরের চারটিতে চ্যাম্পিয়ন হওয়া অজিরা গত দুবছরে ম্যাচ খেলেছে ৩১টি, জয় দেখেছে ২৬টিতেই।
এবারের বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য আনার স্বপ্ন বুনছে বাংলাদেশ। টিম টাইগার্স এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন। এশিয়া সেরার মঞ্চে ভারতকে দুবার হারানোসহ পাকিস্তানকে উড়িয়ে দেয়ার স্মৃতি আছে। শিরোপার মঞ্চে হারিয়েছিল ভারতকে। টিম টাইগ্রেস অধিনায়ক সালমা খাতুন বলেছেন, ‘এবারের দলটা দারুণকিছু করে দেখানোর সামর্থ্য রাখে। কিছুদিন আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরা যুবা টাইগারদের থেকে অনুপ্রেরণা নিচ্ছে।’
ওয়ানডে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মেয়েরাও শিরোপার অন্যতম দাবিদার। গ্রুপ ‘বি’তে তাদের বাকি চার প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, থাইল্যান্ড ও পাকিস্তান। যাদের টপকে সহজেই ইংলিশ মেয়েদের সেমিতে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল!
এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। অন্যদিকে ‘বি’গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও থাইল্যান্ড। দুই গ্রুপের সেরা চারটি দল সেমিফাইনাল খেলবে।
এবারের নারী বিশ্বকাপে গ্রুপপর্বে মোট ম্যাচ হবে ২০টি। প্রতি গ্রুপের সেরা দুদল খেলবে সেমিতে। সেরা দুইয়ের ফাইনাল হবে মেলবোর্নে, ৮ মার্চ। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি, পার্থে প্রতিপক্ষ শক্তিশালী ভারত।
আগামী ২৪ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৭ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে সালমারা। ২৯ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২ মার্চ চতুর্থ ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে সালমারা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের রোল অব অনার:
২০০৯ ইংল্যান্ড
২০১০ অস্ট্রেলিয়া
২০১২ অস্ট্রেলিয়া
২০১৪ অস্ট্রেলিয়া
২০১৬ ওয়েস্ট ইন্ডিজ
২০১৮ অস্ট্রেলিয়া
Discussion about this post