সাফল্যের আকাশে উড়ছে বাংলাদেশের মেয়েরা। আরও একটা শিরোপা জয়ের আনন্দে গোটা দেশকে ভাসল নারী ফুটবল দল। ছয় মাসের ব্যবধানে নেপালকে হারিয়ে ফের শিরোপা উৎসব। গত বছর সেপ্টেম্বরে কাঠমান্ডুতে নেপালকে হারিয়ে সাফে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার অনূর্ধ্ব-২০ নারী সাফেও সেই প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়ন তারা।
কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নেপালকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ। একটি করে গোল করেন শাহেদা আক্তার, শামসুন্নাহার ও উন্নতি খাতুন। সব মিলিয়ে তিন জয় ও এক ড্রয়ে অপরাজিত চ্যাম্পিয়ন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। ৫ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা বাংলাদেশের অধিনায়ক শামসুন্নাহার।
ফেভারিট থেকেই ফাইনাল খেলতে নেমে নেপালকে ফের উড়িয়ে দিল বাংলাদেশ। ২০১৮ সালে হিমালয় কন্যাদের হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়। এরপর ২০২১ সালে ট্রফি জেতে ভারত। এবার বাংলার মেয়েরা মাতল আনন্দে!
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ৪২ মিনিটে প্রথম গোলটি করেন শাহেদা রিপা। এরপর ৪৫ মিনিটে শামসুন্নাহারের গোল। ম্যাচের শেষ দিকে গোল করেন উন্নতি খাতুন।
ট্রফি জয়ের পর অধিনায়ক শামসুন্নাহার আনন্দে উদ্বেল হয়ে বলেন, ‘আমরা আজ জেতার জন্য মাঠে নামছি, জেতার কান্না কাঁদতে চাই আমরা, হারার না। যেহেতু আমরা দুইটা টুর্নামেন্ট জিততে পারিনি, তাই জেতার কান্না কাঁদতে চাই।’ গত সেপ্টেম্বরে জিতেছিলেন নারী সাফও জিতেছিলেন সামসুন্নাহার। এবার শিরোপার সঙ্গে হলেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা, সেরা খেলোয়াড়।
তারপরও অধিনায়ক বললেন, ‘এটা দ্বিতীয় সেরা, সাফ জয় এখনো প্রথম। অধিনায়ক হিসেবে অবশ্য এটাই সেরা। তবে যেহেতু ওই দলেও খেলেছি, আর সিনিয়র দলের কোনো শিরোপা ছিল না, তাই এটা সবার আগে থাকবে।’
Discussion about this post