বাংলাদেশের নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে সারোয়ার ইমরানের নিয়োগ স্থানীয় কোচদের জন্য নতুন দিগন্ত খুলে দিয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জাতীয় দলের কোচিংয়ে দেশীয় কোচদের অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, এবং ইমরানের নিয়োগ সেই পরিকল্পনারই বাস্তবায়ন।
২০০০ সালে বাংলাদেশের প্রথম টেস্টে প্রধান কোচের দায়িত্ব পালন করা ইমরান দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত আছেন। অনূর্ধ্ব-১৯ নারী দলের কোচ হিসেবেও তার অভিজ্ঞতা রয়েছে। এবার তিনি জাতীয় নারী দলের কোচ হয়ে দায়িত্ব পালন করবেন।
বিসিবি সভাপতি বলেছেন, “আমি যখন দায়িত্ব নিই, তখন বলেছিলাম স্থানীয় কোচদের সুযোগ দেব। ইমরানকে নিয়োগ দেওয়াটা সেই প্রতিশ্রুতিরই অংশ। আমরা সালাউদ্দিনকে পুরুষ দলের কোচিং স্টাফে যুক্ত করেছি, সামনে আরও দেশীয় কোচদের সুযোগ দেওয়া হবে।”
বাংলাদেশ নারী দল বর্তমানে বিশ্বকাপ বাছাইপর্বের জন্য প্রস্তুতি নিচ্ছে। সরাসরি মূল পর্বে জায়গা করে নিতে না পারায় তাদের বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এবং থাইল্যান্ডের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। সেখান থেকে শীর্ষ দুটি দল মূল বিশ্বকাপে সুযোগ পাবে।
Discussion about this post