ক্রিকবিডি২৪.কম রিপোর্ট:
চারদিনের ম্যাচে শ্রীলঙ্কা এ’ দলের সঙ্গে ঠিক মতো পেরে উঠেনি দল। কিন্তু ওয়ানডে ক্রিকেটে ঠিকই বাংলাদেশ এ’ দলের ক্রিকেটাররা তুলে নিলেন অসাধারন এক জয়। নাটকীয়তা ছড়ানো ম্যাচে মঙ্গলবার ২ রানের জয় তুলে নেয় স্বাগতিকরা। এই জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেলেন সৌম্য সরকাররা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচের আনঅফিসিয়াল ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শুরুতে ব্যাটিংয়ে নামে ব্যাট করতে নামে বাংলাদেশ। ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে দল তুলে ২৮০ রান। জবাব দিতে নেমে ২৭৮ রানে অলআউট হয় সফরকারীরা।
জয়ের জন্য ম্যাচের শেষ ওভারে শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ৩ রান। শেহান মাদুশঙ্কা ছিলেন স্ট্রাইকে। তিন ছক্কায় হাঁকিয়ে যিনি ছিলেন আতঙ্কের আরেক নাম। কিন্তু তাকে শেষ বলে ফিরিয়ে দেন সিলেটের পেসার সৈয়দ খালেদ আহমেদ। ‘লোকাল হিরো’র হাত ধরে দল পায় দুর্দান্ত এক জয়।
সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটিতে নেমে আরিফুল হক টর্নেডো ইনিংস খেলেন। অবশ্য তেমন ঝড় না তুলে শেষ ৯ ওভারে ১০৬ রান না করতে পারলে বিপাকে পড়তো এ’ দল। ইনিংসে শেষ ৫ ওভারে তারা তুলে ৬২ রান। আর
হার্ডহিটার আরিফুল ২২ বলে করেন ৪৭ রান। অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৪৪ বলে ৪৪ রান করেন।
তার আগে ওপেনার মিজানুর রহমানের ৬৭ রান করতে খেলেন ১০৭ বল। ফজলে রাব্বি ৬৩ বলে ৫৯ করে করে দলের অবস্থান মজবুত করেন।
তারপর সেই সংগ্রহ টপকাতে গিয়ে শুরুতে বিপাকে পড়ে শ্রীলঙ্কা। ৭২ রানে ৪ উইকেট হারায় তারা। এরপরই ম্যাচে ফিরেও আসে। থিরিমান্নে (২৯) ও আশান প্রিয়াঞ্জন (৪২) প্রথমে পথ দেখান। তারপরথিসারা পেরেরা দুই চার ও ১ ছক্কায় করেন ২০ রান। দাসুন সানাকা ৭৮ বলে ৭৮ করলে ম্যাচেই ফিরে দল। ৪৪ রানে শ্রীলঙ্কা ৯ উইকেট হারালেও তউইকেটে ছিলেন মাদুশঙ্কা। কিন্তু তাকে সফল হতে দেননি খালেদ। শেষ হাসি স্বাগতিকদেরই!
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ এ’: ৫০ ওভারে ২৮০/৭ (মিজানুর ৬৭, সৌম্য ২৪, জাকির ১৮, ফজলে রাব্বি ৫৯, মিঠুন ৪৪, আরিফুল ৪৭, আল আমিন ৮*, সানজামুল ০, নাঈম ১*; মাদুশাঙ্কা ১/৬১, জয়াসুরিয়া ১/৩৯, থিসারা ১/৪৪, পুস্পকুমারা ১/৪৪)।
শ্রীলঙ্কা এ’: ৫০ ওভারে ২৭৮/১০ (সামারাবিক্রমা ৩, থারাঙ্গা ১০, থিরিমান্নে ২৯, জয়াসুরিয়া ২০, প্রিয়াঞ্জন ৪২, শানাকা ৭৮, থিসারা ২০, শাম্মু ২৮, মাদুশঙ্কা ২১, পুস্পকুমারা ০, পেইরিস ১১*; খালেদ ৪/৭২, শরিফুল ৩/৫৪, আরিফুল ২/৪২,)
ফল: বাংলাদেশ এ’ ২ রান জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ এ’ ১-০তে এগিয়ে
ম্যাচসেরা: আরিফুল হক
Discussion about this post