কে বলে টেস্ট ক্রিকেটের আবেদন ফুরিয়ে গেছে? এটা টি-টুয়েন্টির যুগ? এইসব সমালোচকরা দেখে নিতে পারেন লিডস টেস্টের ভিডিও।
মঙ্গলবার মাত্র ১ বল বাকি থাকতে শেষ উইকেট তুলে নিয়ে এই টেস্ট ইংল্যান্ডে বিপক্ষে রোমাঞ্চকর জয় পেল শ্রীলঙ্কা। ১০০ রানের জয় দিয়ে ২ ম্যাচ সিরিজ ১-০ ‘তে জিতল সফরকারীরা।
ইতিহাস জানাচ্ছে-১৯৯৮ সালে এক ম্যাচের সিরিজ জেতার পর এটাই ইংল্যান্ডের মাটিতে লঙ্কানদের প্রথম টেস্ট জয়।
শেষ বিকেলে বেশ রঙ ছড়িয়েছিল লিডস টেস্ট। অবশ্য এক পর্যায়ে মনে হচ্ছিল ড্রই বুঝি শেষ পরিনতি। কিন্তু এক পর্যায়ে চাপে পড়ে ইংল্যান্ড। শেষ উইকেট জুটিতে তখন মঈন আলি-জেমস অ্যান্ডারসন। ম্যাচ বাঁচাতে তখন তাদের আটকাতে হবে ২০.২ ওভার।
সেই দুঃসাধ্য কাজটা প্রায় করেই ফেলেছিলেন দু’জন। কিন্তু এক বল বাকী থাকতে সব শেষ! শামিন্দা এরাঙ্গার বলে রঙ্গনা হেরাথের হাতে ক্যাচ তুলে দেন অ্যান্ডারসন। টেস্ট জয়ের আনন্দে মাতে ইংল্যান্ড।
প্রথম টেস্ট সেঞ্চুরিটা বিফলে গেল মঈনের। রান না করলেও ৫৫ বল খেলেন অ্যান্ডারসন। কোন রান না করে দ্বিতীয় সর্বোচ্চ বল খেলেছেন অ্যান্ডারসন।
৭৭ বলে ০ রান করে রেকর্ডটি নিউজিল্যান্ডের জিওফ অ্যালটের।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ১ম ইনিংসে ২৫৭/১০ (সাঙ্গাকারা ৭৯; প্লানকেট ৫/৬৪) ও ২য় ইনিংসে ৪৫৭/১০ (ম্যাথুস ১৬০, জয়াবর্ধনে ৭৯; প্লানকেট ৪/১১২)
ইংল্যান্ড: ১ম ইনিংসে ৩৬৫/১০ (রবসন ১২৭, বেল ৬৪; ম্যাথুস ৪/৪৪) ও ২য় ইনিংসে ২৪৯/১০ (রবসন ২৪, মঈন ১০৮*; ধাম্মিকা ৫/৫০)
ফল: শ্রীলঙ্কা ১০০ রানে জয়ী
ম্যাচসেরা: অ্যাঞ্জেলো ম্যাথুস।
সিরিজ: ২ টেস্টের সিরিজ শ্রীলঙ্কা ১-০’তে জয়ী
সিরিজসেরা: জেমস অ্যান্ডারসন এবং অ্যাঞ্জেলো ম্যাথুস
সিরিজ সেরা: অ্যাঞ্জেলো ম্যাথিউস (শ্রীলঙ্কা), জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড)
Discussion about this post