ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
যাপিত জীবনের অনেক কিছুই পাল্টে দিয়েছে করোনাভাইরাস। ক্রিকেটাররাও তার ব্যতিক্রম নন। এই যেমন করোনার কারণে এখন খেলার মাঝপথে হোটেল ছেড়ে তাদের বাসায় যাওয়ার সুযোগ নেই। জৈব সুরক্ষিত বলয়ে থাকতে হচ্ছে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে খেলা ক্রিকেটারদেরও। এ কারণেই খেলা না থাকলেও হোটেলবন্দি সময় কাটছে অনেকেরই।
এরমধ্যে রাজধানীর পাঁচতারকা হোটেল সোনারগাঁওয়ে সময়টা ভালই কাটছে তাদের। বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে অংশ নেওয়া পাঁচ দলের ক্রিকেটারদেরই রাখা হয়েছে কার্ওয়ানবাজারে অবস্থিত বিলাসবহুল হোটেলটিতে।
শুক্রবার রাতে সেখানেই আয়োজন করা হয়েছিল এক বারবিকিউ পার্টি। কারণ শনিবারের খেলার পর যেকোনো একদল বিদায় নেবে টুর্নামেন্ট থেকে। তার আগেই শুক্রবার রাতে গল্প আড্ডায় সময়টা বেশ কাটল তাদের। সেই মজার মুর্হূতের ছবি, ভিডিও ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভক্তরাও শেয়ার কমেন্টসে এই আনন্দের ভাগিদার হচ্ছেন।
দেখা যায় মঞ্চে উঠে মাশরাফি মর্তুজা গান ধরলেন। তার সঙ্গে গলা মেলান মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান হাসান।
বাংলাদেশ ক্রিকেটে সেরা ৫ তারকা মাশরাফি মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের আনন্দ আয়োজন রঙিন করে তোলেন।
তারই একটি ভিডিও পোষ্ট করেন ক্রিকেটার রুবেল হোসেন। তার পোস্ট করা ভিডিওতে মাশরাফিকে দেখা যায় মুখ্য ভোকালের ভূমিকায়। জনপ্রিয় ব্যান্ড তারকা জেমসের ‘বাবা’ গানটি ধরেন খুলনার হয়ে খেলা ম্যাশ। তখন পাশ থেকে সাকিবকে বলতে শোনা যায়- ‘এই গান তো আমি পারি না ভাই।’
এরপরই সাকিবের পছন্দ অনুযায়ী মাশরাফি গাইতে থাকেন , ‘বাবা তোমার দরবারে সব পাগলের মেলা।’ সাকিবের তখন শুরু হয়ে যায় ‘পাগলনৃত্য’! অন্যরাও এই আনন্দে যোগ দেন। মাথা নাড়িয়ে, চুল ঝাকিয়ে, শরীর দুলিয়ে নজর কেড়ে নেন সাকিব!
সন্ধ্যা ৭টার দিকে শুরু হয় আনন্দঘন এ আয়োজন। শেষ হয় রাত ১০টায়। এরপর নিজের ফেসবুকেও সেই রেশ রাখেন মাশরাফি। তিনি লিখেছেন ‘ভালো লাগা ভালোবাসা এক না…রিয়াদ—খেলা হবে! কোচ, ফিজিও, ট্রেনার, কম্পিউটার স্পেশালিস্ট, ম্যানেজার, টিমবয়, ম্যাসিওর এবং সব খেলোয়াড়…অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দল, বাংলাদেশের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। ভালোবাসা।’
Discussion about this post