ক্রিকেটকে রাজনৈতিক প্রভাব থেকে দূরে রেখে এগিয়ে নিতে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানালেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভি। ঢাকায় অনুষ্ঠিত এসিসির বার্ষিক সাধারণ সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমরা সবাই ক্রিকেটের জন্য কাজ করতে চাই। কেউ খেলার মাঝে রাজনীতি চাই না।’
সভায় অংশ নেয় এসিসির ২৮টি সদস্য দেশের সবাই-অনেকে সরাসরি, বাকিরা ভার্চুয়ালি। এই ব্যাপারটিকে ইতিবাচক হিসেবে দেখছেন নাকভি। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের মিটিং অনেক ভালো গিয়েছে। সবাই যোগ দিয়েছে, কারও অনুপস্থিতি ছিল না। এটা এসিসির জন্য বড় অর্জন।’
তিনি বিসিবি ও সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের আতিথেয়তারও প্রশংসা করেন, ‘আমিনুল ভাইকে এবং বিসিবিকে ধন্যবাদ জানাতে চাই। আজকের দিনটা দারুণ স্মরণীয় হয়ে থাকবে।’
ভারত, শ্রীলঙ্কা এবং কয়েকটি দেশ সরাসরি উপস্থিত না থাকলেও বেশিরভাগ সদস্য সরাসরি অংশ নেয়, যা এসিসির জন্য ইতিবাচক বলে উল্লেখ করেন নাকভি। তিনি বলেন, ‘আমি নিজেও সিঙ্গাপুরে যেতে পারিনি। এটা স্বাভাবিক ব্যাপার। তবে আমাদের মূল উদ্দেশ্য বাস্তবায়িত হয়েছে।’
এশিয়া কাপ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও আলোচনা চলছে। নাকভি জানান, ‘আমরা বিসিসিআইয়ের সঙ্গে কাজ করছি। খুব দ্রুতই এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত আসবে।’ ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে পারে এশিয়া কাপ, আর ৭ সেপ্টেম্বর হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচ।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও সভার সফল আয়োজন ও নাকভির নেতৃত্বের প্রশংসা করে বলেন, ‘সব দেশ সহযোগিতা করেছে। আমরা একসঙ্গে ক্রিকেটের উন্নয়নে কাজ করছি।’
Discussion about this post