নাটকীয় কিছু না হলে ড্র’ই হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) বিসিবি নর্থ জোন এবং প্রাইম ব্যাংক সাউথ জোনের মধ্যকার প্রথম রাউন্ডের ম্যাচটি।
মঙ্গলবার ম্যাচের তৃতীয় দিনে নর্থ জোনের ৪২১ রানের জবাবে ৮ উইকেটে ৪২৭ রানে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে সাউথ জোন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিন শেষে নর্থ জোনের সংগ্রহ ৩ উইকেটে ১৫৫ রান। বিকেএসপিতে ৭ উইকেট হাতে নিয়ে ১৪৯ রানে এগিয়ে গতবারের রানার্সআপরা। এর অর্থ নিরাপদে এগিয়ে যাচ্ছে তারা।
সংক্ষিপ্ত স্কোর-
নর্থ জোন: ১ম ইনিংস ৪২১/১০ (ফরহাদ রেজা ১৫৩, নাসির ৯৯, ফরহাদ হোসেন ৭৬; রবিউল ৩/৪৪, রাজ্জাক ৩/১০৫) ও ২য় ইনিংস ১৫৫/৩ (ফরহাদ ৪১, নাঈম ৫৯*, মুশফিক ২৬*; রবিউল ২/৪০)
সাউথ জোন: ১ম ইনিংস ৪২৭/৮ ডিক্লে. (সৌম্য ৪২, ইমরুল ১২৭, মিঠুন ১০৭, জিয়া ৪০; তাইজুল ৪/৯৭, রেজা ২/৬৯)
Discussion about this post