ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
রোববার রঙিন আয়োজনে যাত্রা হলো ১৪২৬ বঙ্গাব্দ। উৎসব আমেজ গোটা দেশে। আর সেই আনন্দে সামিল ক্রিকেটাররাও। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জানালেন শুভেচ্ছা। তিনি তার অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, ‘নতুন স্বপ্ন, সম্ভাবনা এবং আশার উদ্দীপনা নিয়ে আসুক বাংলা নতুন বছরের আগমনী গান। সবাইকে জানাই আনন্দ উৎসবে ভরা বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ!’
জাতীয় দলের আরেকস তারকা ক্রিকেটার ব্যাটসম্যান মুশফিকুর রহীম তার ফেসবুকে লিখেছেন লিখেছেন, ‘নতুন বছরের প্রতিটি দিন হোক বর্নিল, আনন্দময় এবং উচ্ছ্বাসে পরিপূর্ণ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা।’
নতুন বছরের উৎসবে সামিল পেসার মুস্তাফিজুর রহমান ফৈসবুকে লিখেছেন, ‘নতুন বছরের নতুন সূর্যের সাথে ঘুচে যাক পুরনো সব ব্যর্থতা। নতুন ভোর নিয়ে আসুক প্রশান্তি আর সাফল্যময় একটি বছর। সবাইকে জানাই বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ!’
তারকা ব্যাটসম্যান সৌম্য সরকার সবাইকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘পুরনো যত হতাশা, দুঃখ, অবসাদ, নতুন বছর সেগুলোকে করুক ধূলিসাৎ। সুখ, আনন্দে মুছে যাক সকল যাতনা। শুভ পহেলা বৈশাখ, ১৪২৬।’
এনামুল হক বিজয় ফেসবুকে লিখেছেন, ‘অতীতের সব গ্লানি মুছে, নতুনের মঙ্গলে সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর সকলের জন্য বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি আর পরম সমৃদ্ধি।’ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মোসাদ্দেক হোসেন সৈকত লেখেন, ‘শুভ নববর্ষ। নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত।’
Discussion about this post