অবশেষে চন্ডিকা হাথুরুসিংহের বিকল্প খুঁজে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আট মাসে অপেক্ষা শেষ হতে চলছে। বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ হতে যাচ্ছেন ইংল্যান্ডের স্টিভ রোডস। ভারতের হয়ে বিশ্বকাপ জেতা কোচ গ্যারি কারস্টেনের হাত ধরেই এই নিয়োগ হচ্ছে। জানা গেছে বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফরেই হেড কোচ হিসেবে দেখা যেতে পারে স্টিভ রোডসকে।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন মঙ্গলবার জানালেন, ‘স্টিভ রোডস সংক্ষিপ্ত তালিকায় আছেন। আশা করছি, আগামী দুই দিনের মধ্যে তিনি বোর্ডের সঙ্গে দেখা করবেন। তার পরিকল্পনা জানতে চাইবো আমরা। আগামী বিশ্বকাপ ও টি-টুয়েন্টি বিশ্বকাপে বোর্ড কীভাবে চায় সেটা জানাবে, উনি যেভাবে চান সেটা জানাবেন।’
অবশ্য বিসিবির সংক্ষিপ্ত তালিকায় আরও রয়েছেন অস্ট্রেলিয়ান ও সাউথ আফ্রিকান কোচ।
ইংল্যান্ডের হয়ে ১১ টেস্ট ও ৯টি ওয়ানডে খেলেছেন রোডস। ইংলিশ কাউন্টি দলটির হয়ে ১৯৮৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত মাঠে ছিলেন। তারপর ২০০৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত ওরচেস্টারশায়ারের কোচের দায়িত্ব পালন করেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। গত বছর ঐ পদ থেকে বরখাস্ত হন তিনি। ৫৪ বছর বয়সী সাবেক ইংলিশ এ ক্রিকেটার যুব বিশ্বকাপের আগে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের কোচের পদ থেকেও অব্যাহতি পান।
এ অবস্থায় অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে আফগান সিরিজই হবে পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশের শেষ অ্যাসাইনমেন্ট।
Discussion about this post