ওয়ানডে ক্রিকেটে আগেই বদলে গেছে বাংলাদেশ। একইভাবে টেস্টেও পথ খুঁজে পেয়েছে টাইগাররা। তবে দক্ষিণ আফ্রিকায় সাফল্য ঠিকই সোনার হরিন। এখানে সাদা পোশাকে জয় নেই মুশফিকদের। এবার সেই অতীত ভুলিয়ে দিতে বৃহস্পতিবার সিরিজের প্রথম টেস্টে স্বাগতিকদের সঙ্গে লড়বে বাংলাদেশ। বাংলাদেশ সময় দুপুর ২টায় প্রোটিয়াদের বিপক্ষে পচেফস্ট্রমের সেনওয়েস পার্কে প্রথম টেস্টে নামছে মুশফিকুর রহিমের দল।
ইতিহাস জানাচ্ছে প্রোটিয়াদের মাঠে এখন পর্যন্ত চার টেস্ট খেলেছ টাইগাররাশ। ২০০২ ও ২০০৮ সালে অনুষ্ঠিত হওয়া ম্যাচগুলোয় লাল-সবুজের প্রতিনিধিরা হেরেছিল ইনিংস ব্যবধানে। পচেফস্ট্রমের মাঠে টেস্ট হয়েছে একটি। ২০০২ সালে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টে ১০ বার মুখোমুখি হয়েছে। যদিও একটিতেও জেতেনি টাইগাররা। অন্যদিকে ৮টিতে জিতেছে প্রোটিয়ারা। বাকি দুই ম্যাচ ‘ড্র’। দুদলের সর্বশেষ দেখা হয়েছিল ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে। বৃষ্টির কারণে দুই ম্যাচের সিরিজ হয়েছিল ড্র। এবার নতুন বাংলাদেশ গড়তে চায় ইতিহাস। তামিম-মুস্তাফিজরা প্রস্তুত। তবে সন্দেহ নেই সাকিব আল হাসানকে মিস করবে দল। ক্লান্তিজনিত কারণে দলের বাইরে তিনি। এই অলরাউন্ডার না থাকায় স্বস্তিতে আছেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস।
বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহঅধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিস রায়, মুমিনুল হক।
দক্ষিণ আফ্রিকা দল: ফাফ ডু-প্লেসি (অধিনায়ক), হাশিম আমলা, টেম্বা বাভুমা, টিউনিস ডি ব্রুইন, কুইন্টন ডি কক, ডিন এলগার, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, মর্নে মর্কেল, ডুয়ানে অলিভিয়ের, ওয়েইন পার্নেল, আন্দিলে ফেলুকওয়ায়ো, কাগিসো রাবাদা।
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরসূচি
সেপ্টেম্বর ২৮-অক্টোবর ২ : প্রথম টেস্ট, পচেফস্ট্রুম
অক্টোবর ৬-১০: দ্বিতীয় টেস্ট, ব্লুমফন্টেইন
অক্টোবর ১২: প্রস্তুতি ম্যাচ, ব্লুমফন্টেইন
অক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বার্লি
অক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্ল
অক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডন
অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লুমফন্টেইন
অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম
Discussion about this post