ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
কী রুদ্ধশ্বাস! চাপা উত্তেজনা। চারপাশে ভাসছিল খবরটা। কেউ বলতে পারছিলেন না। কেউ বিশ্বাসও করতে পারছিলেন না। বিশ্বাস-অবিশ্বাসের দোলায় যখন সবাই তখনই ব্রেকিং নিউজ হাজির-জুয়াড়িদের অনৈতিক প্রস্তাব গোপন রেখেছিলেন সাকিব আল হাসান। ব্যস, আইসিসির একবছরের নিষেধাজ্ঞা।
সেই দুঃস্বপ্নের দীর্ঘ প্রহর অবশেষে শেষ হচ্ছে। সাকিব ফিরছেন। সাকিব ফিরছেন তার প্রিয় ক্রিকেট মাঠে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ক্রিকেট মাঠে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। এ কারণে একটা বছর অন্তরালেই থাকতে হয়েছে বাংলাদেশের সেরা ক্রিকেট প্রতিভাকে।
অবশেষে স্বস্তি, ২৯ অক্টোবর ২০২০ সকালেই মিলবে মুক্তির আনন্দ! এদিনের সকালটাই তার জন্য নিয়ে আসছে সুখবর। আইসিসি’র এক বছরের ক্রিকেট নিষেধাজ্ঞা সাকিবের শেষ হবে ২৯ অক্টোবর। এরপর আর ফিরতে কোন বাধা নেই।
বিতর্কিত এক ভারতীয় ক্রিকেট জুয়াড়ির কাছ থেকে পাওয়া অনৈতিক প্রস্তাবের বিষয়টি সাকিব আইসিসি বা নিজ বোর্ডের কর্তৃপক্ষকে না জানিয়ে ভুল করেন। বিধি ভঙ্গ করেন। এ কারণেই আইসিসি’র দুর্নীতি দমন বিভাগ (আকসু) তদন্ত শুর করে। সেখানেই সাকিব নিজের ভুল স্বীকার করেন। তারপরই আইসিসি সাকিবকে এক বছরে জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করে।
সন্দেহ নেই সাকিব বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সেরাদের অন্যতম। ২০০৬ সালের ৬ আগস্ট টাইগার ক্রিকেটে অভিষেক তার। সব মিলিয়ে এখন অব্দি ৫৬ টেস্টে করেছেন ৩৮৬২ রান। সেঞ্চুরি ৫টি। বল হাতে নিয়েছেন ২১০ উইকেট। ২০৬টি ওয়ানডে ম্যাচে সাকিব তুলেছেন ৬৩২৩ রান। ওয়ানডে সেঞ্চুরি ৯টি। টাইগারদের হয়ে ৭৬টি আর্ন্তজাতিক টি- টুয়েন্টিতে সাকিব তুলেছেন ৫৬৭ রান। উইকেট নিয়েছেন ৯২টি।
শুধু সাকিবই নয়, এর আগেও নিষেধাজ্ঞা পেয়েছিলেন বাংলাদেশের আরেক সুপার স্টার মোহাম্মদ আশরাফুল। তাকে অবশ্য আইসিসি নয়, নিষিদ্ধ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগে আশরাফুল পাঁচ বছর সব ধরনের ক্রিকেটে নিষেধাজ্ঞা হন। তিনিও মুক্তি পেয়েছেন। তবে তার জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে।
আর সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা। সামনে তার নেতৃত্বেই হয়তো মাঠে নামবে টাইগাররা। টেস্ট ও ওয়ানডেতে বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডারকে প্রাপ্য সম্মানটা দিতে চায় বিসিবি। আর সাকিব নিজেও সেই পুরনো ছন্দ নিয়েই ফিরতে প্রস্তুত!
ওয়েলকাম ব্যাক সাকিব!
Discussion about this post