সিলেটে দুই ম্যাচে রান না পাননি তিনি। কিছুটা তো হতাই ছিলেন সাকিব আল হাসান। ঢাকায় ফিরেই ব্যাট কথা বলল ফরচুন বরিশালের অধিনায়কের। শুক্রবার খুলনা টাইগার্সের বিপক্ষে ২১ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলেন সাকিব। ইনিংসে ছিল ৪ ছক্কা ও ১ চার।
ছুটির দিনে এই ইনিংস খেলে নিজেকে নিয়ে গেলেন অনন্য উচ্চতায়! এবারের বিপিএলে তার ব্যাট থেকে এসেছে ৩৪৭ রান। ১০ ম্যাচে ৯ ইনিংসে এই রান তুলেছেন সাকিব। সাকিবের থেকে ৯ রানে এগিয়ে শীর্ষে আছেন সিলেট স্ট্রাইকার্সের ওপেনার নাজমুল হোসেন শান্ত।
সাকিব বিপিএলে এক মৌসুমে নিজের সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে ইতিহাস গড়ার পথে রয়েছেন। এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর ২০১৩ সালে সাকিব ঢাকা গ্ল্যাডিয়েটরসের হয়ে ১২ ইনিংসে করেন ৩২৯ রান। এবার সেই সংগ্রহ টপকে যাওয়ার পথে তিনি।
২০১৯ সালে রাইলি রুশো রংপুর রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ১৩ ইনিংসে ৫৫৮ রান করেন। পরের আসরেও এ ক্রিকেটার খুলনা ক্রিকেটার্সের হয়ে ৪৯৫ রান তুলেছিলেন। সাকিব-শান্ত তাকে ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছেন।
বিপিএলে প্রতি মৌসুমে সাকিবের বিপিএল রান
মৌসুম ইনিংস রান
২০১১-১২ ১১ ২৮০
২০১২-১৩ ১২ ৩২৯
২০১৫-১৬ ১১ ১৩৬
২০১৬-১৭ ১৪ ২২৬
২০১৭-১৮ ১৩ ২১১
২০১৮-১৯ ১৫ ৩০১
২০২১-২২ ১১ ২৮৪
২০২২-২৩ ৯ ৩১১
Discussion about this post