ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
তালেবানরা ফের আফগানিস্তানের ক্ষমতায়। গোটা দেশটিই এখন উত্তাল। এরমদ্যে অনেক অনিশ্চয়তার খবর আসলেও দেশটির ক্রিকেটকে ঘিরে কেটে গেছে দুশ্চিন্তা। বোর্ডে এসেছে নতুন চেয়ারম্যান। আফগানিস্তানে ক্রিকেট ফেরানোর প্রস্তুতি চলছে এখন। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) দেশে ক্রিকেট ফেরাতে লড়ে যাচ্ছে।
এরমধ্যে এবার শ্রীলঙ্কায় আসন্ন পাকিস্তান ওয়ানডে সিরিজের জন্য ব্যাটিং কোচ নিয়োগ দিয়েছে এসিবি। শ্রীলঙ্কার সাবেক ওপেনিং ব্যাটসম্যান আভিষ্কা গুনাবর্ধানেকে শুধু এই সিরিজের জন্য দেওয়া হয়েছে দ্বায়িত্ব।
আফগান বোর্ড সুত্রে জানা গেছে, ‘সাবেক লঙ্কান ব্যাটসম্যান ও কোচ আভিষ্কা গুনাবর্ধানে আফগানিস্তান জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন।’ যদিও লম্বা সময়ের জন্য আভিষ্কাকে নিয়োগ দেওয়ার প্রস্তাব দেয় আফগানিস্তান। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে আপাতত এই তিন ম্যাচের জন্য দায়িত্ব নিচ্ছেন এই লঙ্কান।
শ্রীলঙ্কার জাতীয় পুরুষ দলের ব্যাটিং কোচ ছিলেন এবং ‘এ’ ও ইমার্জিং টিমের কোচিং করানোর অভিজ্ঞতাও আছে আভিস্কার।
এদিকে শ্রীলঙ্কায় সিরিজ খেলতে আফগানিস্তান দল কবে দেশ ছাড়বে সেটি জানা যায়নি। তালেবানদের ক্ষমতা দখলের পর থেকে কাবুল বিমানবন্দর বন্ধ। আগামী দুই সপ্তাহের মধ্যে গোটা দল শ্রীলঙ্কায় তারা যেতে পারে। আবার আফগান যুবাদের আসার কথা বাংলাদেশ সফরে। এটিও এখন অনিশ্চিত।
Discussion about this post